ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে। কোভিড-১৯-এর আরেকটি ধাক্কা দেশটি শিগগিরই দেখতে যাচ্ছে বলে শঙ্কা অনেকের।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও শনিবার এ নিয়ে আশঙ্কার কথা জানান বলে বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
টেলিভিশনে দেয়া বক্তব্যে রুহানি বলেন, ‘আমরা যদি এখনই যথেষ্ট সতর্ক না হই, তাহলে দেশে করোনার পঞ্চম ধাক্কা আঘাত হানবে।’
সরকারি হিসাব অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত ৮৫ হাজারের মতো মানুষের করোনায় মৃত্যু হয়েছে, যা মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ।
ইরানের ৮ কোটি ৩০ লাখ জনগোষ্ঠীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩০ লাখের বেশি মানুষের দেহে।
৫ মে ইরানের কিয়োম প্রদেশে তিনজনের দেহে প্রথম ডেল্টা ধরন শনাক্ত হয়।
ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরন কমপক্ষে ৮৫ দেশে হানা দিয়েছে। এটি এখন পর্যন্ত শনাক্ত হওয়া করোনার সবচেয়ে সংক্রামক ধরন।
করোনার ডেল্টা ধরন মোকাবিলায় রাজধানী তেহরানসহ তেহরান প্রদেশের আরও নয়টি শহর ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ছাড়া দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফারস, হরমোজগান, কেরমান ও সিসতান-বেলুচিস্তান প্রদেশও ‘রেড জোনের’ আওতায় রয়েছে।
ওই সব জোনে সব ধরনের দোকানই বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে।
ভাষণে রুহানি বলেন, গত ১৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচন এবং পরবর্তী সময়ে স্থানীয় নির্বাচন করোনার সংক্রমণ বৃদ্ধিতে বড় অবদান রাখে।
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ইরানে বুধবার থেকে বিশ্ববিদালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে শনিবার পর্যন্ত। দেশজুড়ে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখের বেশি শিক্ষার্থী।