ভেনেজুয়েলার সীমান্তের কাছের এলাকায় গুলির শিকার হয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুয়েকে বহনকারী হেলিকপ্টার। স্থানীয় সময় শুক্রবার এ হামলা চালানো হয়।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার সময় প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টারটি ভেনেজুয়েলা সীমান্ত দিয়ে নর্টে ডি সানতানদের প্রদেশের কুকুটায় যাচ্ছিল। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাদেশিক গভর্নর।
তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ জানিয়েছে, গত ২০ বছরে এই প্রথম কলম্বিয়ার কোনো প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনা ঘটল।
এর আগে ২০০৩ সালে বোমা হামলার শিকার হন তৎকালীন প্রেসিডেন্ট আলভারো ইউরাইব। ওই হামলায় ১৫ জন নিহত ও ৬৬ জন আহত হলেও বেঁচে যান আলভারো। হামলার জন্য বামপন্থী সংগঠন রেভুলেশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়াকে (ফার্ক) দায়ী করা হয়েছিল।
শুক্রবারের হামলার ঘটনাস্থল কাটাটুম্বো এলাকা নিয়ন্ত্রণ করে আরেকটি বামপন্থী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)।
এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডুকুয়ে।
তিনি বলেন, ‘আমাদের অবস্থান শক্তিশালী এবং এ ধরনের হুমকি মোকাবিলার যথেষ্ট সামর্থ্য কলম্বিয়ার রয়েছে।’
হামলায় জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।