ধর্ম নিয়ে খুব বেশি উদার হওয়ার অজুহাতে চাকরি হারিয়েছেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষাবিদ।
শনিবার দেশটির সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় এক দশক ধরে জার্মানির ইউনিভার্সিটি অফ ফেইবার্গের ইসলামি ধর্মতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন গবেষক আবদেল হাকিম ওরঘাই। ইসলাম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিতেন তিনি।
গত মাসে ইসলাম নিয়ে তার পড়ানোর লাইসেন্স বাতিল করেছে স্টুটগার্টভিত্তিক সুন্নি স্কুল বোর্ড ফাউন্ডেশন। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের পদ থেকে আবদেল হাকিমকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
অভিযোগ উঠেছে, ধর্ম নিয়ে উদার মনোভাবের কারণেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন আবদেল।
এর আগে ‘আপনার হিজাব পরার দরকার নেই’ এবং ‘ইসলামের পুনর্গঠনঃ ৪০ থিসিস’ নামে দুটি বই লিখেছেন তিনি।
লাইসেন্স বাতিলের কারণ হিসেবে সুন্নি স্কুল বোর্ড ফাউন্ডেশন বলছে, আবদেলের শিক্ষাগত যোগ্যতা পড়ানোর লাইসেন্সের সঙ্গে (ইজাজা) সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ ইসলামি ধর্মতত্ত্বে ডক্টরেট ডিগ্রি রয়েছে আবদেল হাকিমের।
সুন্নি বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে জার্মান সরকারের কাছে আবেদন করেছেন আবদেল। সেটি এখন আপিলের অপেক্ষায় রয়েছে।