বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেক্সিকোতে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১৯

  •    
  • ২৬ জুন, ২০২১ ১৩:১৩

২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদকসংশ্লিষ্ট সহিংসতার বলি হয়েছে তিন লাখের বেশি মানুষ। দেশটির সরকার মাদক চোরাকারবারে যুক্ত বিভিন্ন চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে সে সময়।

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে পৃথক অপরাধী চক্রের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে কমপক্ষে ১৮ জন। মাদক চোরাকারবারিদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ সহিংসতা বলে ধারণা করা হচ্ছে।

মেক্সিকো সরকার শুক্রবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে। জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাটেকাস প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে হয় এ গোলাগুলি।

ডয়চে ভেলের প্রতিবেদনে জানানো হয়, সেখান থেকে পুড়ে যাওয়া একটিসহ তিনটি গাড়ি আর বিভিন্ন রকম গুলির খোসা জব্দ করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে লড়াইয়ে জড়ায় পৃথক দুটি গোষ্ঠী।

ঘটনাস্থল মেক্সিকোর অন্যতম প্রধান শহর ভ্যালপারাইসো। দেশটির অন্যতম সমুদ্রবন্দর ও নৌবাহিনীর ঘাঁটিও এ শহরে অবস্থিত।

জালিস্কো প্রদেশের সীমান্তে অবস্থিত শহরটি। এই জালিস্কোতে রয়েছে প্রভাবশালী অপরাধী চক্র জালিস্কো নুয়েভা জেনারেশনের আধিপত্য।

স্থানীয় প্রশাসনের অভিযোগ, মাদক পাচারে ব্যবহৃত বিভিন্ন রুটের নিয়ন্ত্রণ নিতে সম্প্রতি ব্যাপক সহিংসতা শুরু করেছে চক্রটি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার থেকে অঞ্চলটিতে বেশ কয়েক দফায় গোলাগুলি হয়েছে। জাকাটেকাসের একটি সেতু থেকে দুই পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর থেকেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি।

অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচেষ্টা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকান প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর।

২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতার বলি হয়েছে তিন লাখের বেশি মানুষ। দেশটির সরকার মাদক চোরাকারবারে যুক্ত বিভিন্ন চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে সে সময়।

এ বিভাগের আরো খবর