ইরান উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
৮১ বছর বয়সী এ নেতা শুক্রবার টুইটবার্তায় বিষয়টি জানান বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের বিজ্ঞানীদের উদ্দেশে টুইটবার্তায় খামেনি বলেন, ‘নিজেদের প্রজ্ঞার মাধ্যমে যারা দেশকে সক্ষম করে তুলেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত কোভইরান বারেকাত টিকার প্রথম ডোজ নেন খামেনি।
১৪ জুন কোভইরান বারেকাতের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ইরান।
করোনা টিকার বিষয়ে এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, দেশের ৮ কোটি ৩০ লাখ জনগোষ্ঠীর জন্য টিকা আমদানি করতে বেগ পেতে হচ্ছে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ থাকায় বিদেশি প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর কঠিন হয়ে পড়েছে।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উদ্ভাবিত করোনার টিকা আমদানি নিষিদ্ধ করেন খামেনি। ওইসব টিকা দেশকে ‘দূষিত’ করতে পারে বলে সে সময় মন্তব্য করেছিলেন তিনি।
করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইরান। ভাইরাসটিতে আক্রান্ত ৩১ লাখ ইরানির মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৫০০ জনের বেশি মানুষের।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া করোনার টিকাদান কার্যক্রমের আওতায় ৪৪ লাখের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছে।
এ মুহূর্তে করোনাভাইরাস প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত আরও চারটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ইরানে।