কলকাতার কসবায় ভুয়া টিকাকরণ কেন্দ্র চালানোয় অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে ভুয়া টিকা বিক্রির অভিযোগ উঠেছে।
একটি আর্থিক সংস্থাকে চড়া মূল্যে ১৭১টি করোনার টিকা বিক্রি করেছিলেন দেবাঞ্জন। সেই টিকা আসল না নকল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।
কলকাতা পুরসভার হাতে আসা এক নথিতে দেখা যায়, সরলা ডেভেলপমেন্ট মাইক্রোফিন্যান্স প্রাইভেট লিমিটেড নামের আর্থিক সংস্থাকে ১৭১টি করোনার টিকা বিক্রি করেছিলেন দেবাঞ্জন, যার দাম বাবদ ১.১১ লাখ টাকা দেবাঞ্জনকে দিয়েছিল সংস্থাটি।
সেই টিকা জাল বলেই অনুমান তদন্তকারীদের। সঙ্গে আর কোনো সংস্থাকে দেবাঞ্জন এভাবে টিকা বিক্রি করেছিল কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
এই চক্রে রাজ্য সরকার বা কলকাতা পুরসভার কোনো আধিকারিক যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সপ্তাহ কয়েক আগে কসবায় নিজের অফিসের কর্মীদের টিকা দেন দেবাঞ্জন। তাদের স্পুতনিক ভি টিকা দেয়া হয় বলে দাবি।
তবে গোয়েন্দাদের প্রশ্ন, স্পুতনিক ভি টিকা দেবাঞ্জন পেলেন কোথা থেকে? কারণ কয়েক সপ্তাহ ধরে কলকাতায় পরীক্ষামূলকভাবে ওই টিকা দেয়া হচ্ছে। শহরে পৌঁছেছে অল্প কিছু টিকা। সেই টিকাও জাল বলেই মনে করছেন তদন্তকারীরা।
টিকা নেয়ার পর কর্মীদের কাছে কোনো এসএমএস পৌঁছায়নি বলে দাবি করেছেন তারা।