বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজেপি নেতার মামলায় জবানবন্দি দিলেন রাহুল

  •    
  • ২৪ জুন, ২০২১ ১৪:৩৩

আদালতে উপস্থিত হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাহুল লেখেন, ‘অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় হলো নির্ভীক থাকা।’

ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির এক বিধায়কের করা মামলায় আদালতে হাজির হয়ে চূড়ান্ত জবানবন্দি দিয়েছেন বিরোধ দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

গুজরাটের সুরাটে একটি ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার সকালে উপস্থিত হন রাহুল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুরাটের বিজেপিদলীয় বিধায়ক পূর্ণেশ মোদি মামলাটি করেন। নাম ও পদবিতে ‘মোদি’ শব্দের ব্যবহার নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছর আগের একটি মন্তব্য অভিযোগের বিষয়বস্তু।

এ মামলায় নিজের চূড়ান্ত সাফাই দিতে গত সপ্তাহে রাহুলকে নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএন ডেইভ।

নির্দেশ মেনে বৃহস্পতিবার আদালতে উপস্থিত হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাহুল লেখেন, ‘অস্তিত্ব রক্ষার একমাত্র উপায় হলো নির্ভীক থাকা।’

পূর্ণেশ মোদির করা মামলায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ, সাধারণ নির্বাচন সামনে রেখে ২০১৯ সালে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করে ঢালাওভাবে মোদি নামের সবাইকে অপমান করেছেন রাহুল।

২০১৯ সালের ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারে এক জনসমাবেশে রাহুল গান্ধী বলেছিলেন, ‘নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি…সবার নামই মোদি হওয়া কীভাবে সম্ভব? সবগুলো চোরের একই পদবি কিভাবে?’

এ মন্তব্যে রাহুল ভারতের প্রধানমন্ত্রী ও নিজের প্রতিদ্বন্দ্বী নরেন্দ্র মোদি, ঋণ জালিয়াতি ও আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানো দুই পলাতক ভারতীয় ব্যবসায়ী নীরব মোদি আর ললিত মোদির কথা বলেছিলেন।

সে সময় কংগ্রেসের সভাপতি ছিলেন রাহুল। এর এক মাস পরই লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।

ওই মন্তব্য নিয়ে বিতর্ক ও অভিযোগের জেরে ২০১৯ সালের অক্টোবরে আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন রাহুল।

একে ‘মিথ্যা মানহানির মামলা’ আখ্যা দিয়েছে কংগ্রেস।

এ বিভাগের আরো খবর