জম্মু ও কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে বৃহস্পতিবার। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কাশ্মীরের গুপকর জোটের সদস্যরা।
কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণ পাওয়ার পর ফারুক আব্দুল্লাহর নেতৃত্বাধীন এই জোট পরপর দুটি বৈঠকে বসে। মোদির বৈঠকের আগে বিশেষ আলোচনা হয়েছিল তাদের। আর সেই বৈঠকেই মোদির আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে নিজেদের দাবি তুলে ধরতে বৈঠকে উপস্থিত থাকবেন গুপকর জোটের প্রতিনিধিরা। জোটের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মোদির ডাকা বৈঠকে থাকবেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আব্দুল্লাহ, পিপলস ডেমোক্রেটিক পার্টির মেহবুবা মুফতি ও সিপিএমের মহম্মদ তারিগামি।
কাশ্মীরের মোট সাতটি আঞ্চলিক রাজনৈতিক দল মিলে তৈরি এই গুপকর জোট। কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতেই এই জোট গঠন করা হয়।
অন্যদিকে, ওই বৈঠকে কংগ্রেসের বক্তব্য কী হবে তা ঠিক করতে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন দলের নেতারা। কিন্তু তার আগেই কংগ্রেসের সিনিয়র নেতা ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ একটি সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে ‘রাজ্যের পূর্ণমর্যাদা পুনরুদ্ধারই থাকবে এজেন্ডার শীর্ষে।’
তবে কংগ্রেসের পক্ষ থেকে ২৪ জুনের বৈঠকে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে দেবার দাবি জানানো হবে কিনা সে সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি আজাদ।
উল্লেখ্য, ৫ অগাস্ট ২০১৯-এ সংসদে ৩৭০ অনুচ্ছেদ বাতিল এবং জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। তারপরে এই প্রথম কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের বৈঠক ডাকা হল। বৈঠকের এজেন্ডা সম্পর্কে প্রশ্নের জবাবে গুলাম নবী আজাদ বলেন , ‘সবসে উঁচি দাবি স্টেটহুড ( পূর্ণ রাজ্যের মর্যাদা ) কি হোগি। এই দাবিকেই এজেন্ডার শীর্ষে রাখতে হবে। এবং সংসদেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। লেফটেন্যান্ট গভর্নরের অধীন রাজ্য নয় ... পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে।’
সংবিধানের অধুনালুপ্ত অনুচ্ছেদ ৩৭০ সম্পর্কে জানতে চাইলে কংগ্রেস নেতা বলেন, যে তিনি জম্মু ও কাশ্মীরের দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন এবং এখনই এ সম্পর্কে মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
তিনি বলেন, ‘আমি জম্মু ও কাশ্মীর উভয়ের কংগ্রেস নেতাদের সাথে পরামর্শ করছি। এর পরে, আমি আমাদের দলের নেতৃত্ব- কংগ্রেস সভাপতি এবং সাবেব প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং যে সব সহকর্মী প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে এই বিষয়ের সঙ্গে জড়িত ছিল তাদের কাছ থেকে দিকনির্দেশনা চাইব।
সুতরাং এত তাড়াতাড়ি সব কিছু বলা উচিত হবেনা। হ্যাঁ, আমি বলতে পারি যে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাওয়া এজেন্ডার শীর্ষে থাকবে । আমরা পরামর্শ এবং আলোচনা করার পরে ... আমাদের অবস্থান ... নীতিমালা প্রণয়ন করব।’
কংগ্রেসের এক শীর্ষ সূত্র জানিয়েছে, সর্বদলীয় বৈঠকে দলের অবস্থানকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য মঙ্গলবার কংগ্রেসের জম্মু-কাশ্মীর সংক্রান্ত নীতি পরিকল্পনা গ্রুপের সভা হবে। আজাদ ছাড়াও প্যানেলটিতে মনমোহন সিং, করণ সিং, পি চিদাম্বরম, এআইসিসির ইনচার্জ রজনী পাতিল, তারিক হামিদ কররা এবং গোলাম আহমেদ মীর রয়েছেন।