বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিহিংসামূলক আচরণ করছে বিজেপি সরকার: তৃণমূল

  •    
  • ২২ জুন, ২০২১ ২১:৫৩

তৃণমূলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়কে বারবার চিঠি দিয়ে হেনস্তা করে বাংলায় হারের প্রতিশোধ নিচ্ছে বিজেপি। বিজেপির এই রাজনীতি ন্যাক্কারজনক। আসলে বাংলায় হার মেনে নিতে পারছে না দলটি। তাই বারবার রাজ্য সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।’

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিব বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেয়া চার্জশিট ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার তৃণমূল ভবনে সংবাদ সম্মেলন করেন সাংসদ সুখেন্দু শেখর রায় ও সাংসদ সৌগত রায়।

সেখানে আলাপন ইস্যুতে সৌগত রায় বলেন, ‘রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। যা হচ্ছে সবটা প্রধানমন্ত্রীর নির্দেশেই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা কলাইকুন্ডায় ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি পর্যালোচনা মিটিংয়ে আলাপনের উপস্থিত না থাকা নিয়ে বিতর্কের সূত্রপাত ।

প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে গেলে আলাপনকে দিল্লিতে তলব করা হয়। আলাপন সেখানে না গিয়ে অবসর নেন। কেননা ওই দিনই তার অবসরের দিন ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলাপনকে তার মুখ্য উপদেষ্টা করে নেন।

কিন্তু এরপর বিপর্যয় মোকাবিলা আইনে আলাপনকে শোকজ করে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। আলাপনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না সেই জবাব পাওয়ার এক মাস পর কেন্দ্রের পক্ষ থেকে আবার চিঠি।

সোমবার কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৬ ও ৮ নম্বর ধারা অনুযায়ী আলাপনকে চিঠি দেয়া হয়েছে।

ছয় নম্বর রুল অনুযায়ী গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হলে ওই ব্যক্তি মরে গেলে তার পরিবার সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। আগামী ৩০ দিনের মধ্যে চিঠিতে বা সশরীরে জবাব দিতে হবে।

আলাপনের জবাব না পেলে এক তরফাভাবে পদক্ষেপ নেয়া হবে বলে ওই চিঠিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

তৃণমূলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়কে বারবার চিঠি দিয়ে হেনস্তা করে বাংলায় হারের প্রতিশোধ নিচ্ছে বিজেপি। বিজেপির এই রাজনীতি ন্যাক্কারজনক। আসলে বাংলায় হার মেনে নিতে পারছে না দলটি। তাই বারবার রাজ্য সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।’

আলাপন ইস্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘তাদের কথা না শুনলে দেখে নেয়ার হুঁশিয়ারি দিচ্ছে কেন্দ্র। ক্ষমতার অপব্যবহার করছে সরকার।’

এ বিভাগের আরো খবর