বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুদ্ধক্ষেত্রে ৮৫০০ শিশুকে ব্যবহার করা হয়েছে: জাতিসংঘ

  •    
  • ২২ জুন, ২০২১ ১৭:২৩

গত বছর ৮ হাজার ৫২১ শিশুকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। এতে ২ হাজার ৬৭৪ শিশুর মৃত্যু হয়, আহত হয় ৫ হাজার ৭৪৮ শিশু।

গত বছর বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন যুদ্ধে সাড়ে ৮ হাজারের বেশি শিশুকে ব্যবহার করা হয়েছে। এসব যুদ্ধে ২ হাজার ৭০০ শিশু নিহত হয়।

স্থানীয় সময় সোমবার এক প্রতিবেদনে এমনটাই বলেছে জাতিসংঘ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শিশু সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

প্রতিবেদনে শিশুদের হত্যা, বিকলাঙ্গ করা, যৌন হয়রানি, অপহরণ করা বা সেনাবাহিনীতে নিয়োগ দেয়া, শিশুদের সহায়তা পেতে বাধা প্রদান এবং স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলার ঘটনা তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ২১টি স্থানে ১৯ হাজার ৩৭৯ শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে।

২০২০ সালে সোমালিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে সবচেয়ে বেশি শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়, গত বছর ৮ হাজার ৫২১ শিশুকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। এতে ২ হাজার ৬৭৪ শিশুর মৃত্যু হয়, আহত হয় ৫ হাজার ৭৪৮ শিশু।

প্রতিবেদনে যুদ্ধে লিপ্ত দেশগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়, এই আশায় যাতে শিশুদের সুরক্ষায় ওইসব দেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

তবে কালো তালিকাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত না করতে বেশ কয়েক বছর ধরে জাতিসংঘকে চাপ দিয়ে আসছে সৌদি আরব ও ইসরায়েল।

ইসরায়েল কখনোই ওই তালিকায় ছিল না।

অন্যদিকে গত বছর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট বাহিনীকে তালিকা থেকে সরানো হয়। ইয়েমেনে শিশু হত্যা ও আহতের ঘটনায় কয়েক বছর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীকে তালিকায় ফেলা হয়েছিল।

এ বিভাগের আরো খবর