বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কংগ্রেসকে ছাড়াই মোদিবিরোধী জোটের জল্পনা

  •    
  • ২১ জুন, ২০২১ ২০:৪৪

কংগ্রেসকে সঙ্গে নিলে পরিবারতন্ত্র, ইউপিএ আমলের দুর্নীতি, রাহুল গান্ধীর নেতৃত্ব দেয়ার ক্ষমতা নিয়ে বিজেপি আক্রমণের সুযোগও পেয়ে যাবে। এ কারণে কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় জোট গড়ার পক্ষে অনেক দলই আলোচনা করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ভারতে লোকসভা ভোটের এখনও বাকি প্রায় তিন বছর। এর আগেই কার্যত লোকসভা ভোটের ঢাকে কাঠি ফেললেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ার ও তৃণমূল কংগ্রেস নেতা যশবন্ত সিনহা।

জাতীয় পর্যায়ে বিজেপিবিরোধী বৃহত্তর জোট করতে ১৫টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডেকেছিলেন ওই দুই নেতা।

সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিজেপির বিজয়রথ আটকেছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নির্বাচন কৌশল প্রণয়নকারী (পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট) প্রশান্ত কিশোরের (পিকে) সংস্থা আইপ্যাকের।

এ বার জাতীয় পর্যায়ে পিকে ম্যাজিক করতে চাইছেন শারদ পাওয়ার। দুই সপ্তাহে প্রশান্ত কিশোরের সঙ্গে দুই বার বৈঠক করেছেন তিনি।

সোমবার দ্বিতীয় বৈঠকের শেষেই তৃতীয় ফ্রন্ট গড়তে মঙ্গলবার আঞ্চলিক দলগুলোকে বৈঠকে ডাকেন তিনি এবং যশবন্ত সিনহা। কিন্তু ওই বৈঠকে ডাক পায়নি কংগ্রেস।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কংগ্রসকে বাদ দিয়েই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মাঠে নামবে তৃতীয় ফ্রন্ট।

১১ জুন মুম্বাইয়ে শারদ পাওয়ারের বাড়িতে পিকের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক হয়েছিল এনসিপি প্রধানের। আলোচ্য ছিল ‘মিশন ২০২৪’।

মঙ্গলবার পাওযার বৈঠক ডাকার পর আরও স্পষ্ট হয়ে গেল তৃতীয় ফ্রন্টের রূপরেখা। জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী বিরোধিতার মুখ কে হবেন? সেই জল্পনার মধ্যেই কয়েকদিন আগে টুইটারে ট্রেন্ডিংয়ে এসেছিল ‘হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার’। প্রধানমন্ত্রী পদের জন্য নাম উঠেছিল মমতার।

বাংলার মুখ্যমন্ত্রী মমতাও নিজে জানিয়েছেন, তিনি একসঙ্গে ২০২৪ সালের নির্বাচন লড়তে চান। শিবসেনা নেতা সঞ্জয় রাউতও জানিয়েছেন, জাতীয় পর্যায়ে বিরোধী জোট গড়ে তোলার জন্য শারদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন তিনি।

এই আবহে ২০২৪ সালের লোকসভা ভোটের দড়ি টানাটানি শুরু হয়ে গেল, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মঙ্গলবারের বৈঠকের চিঠি পাঠানো হয়েছে যশবন্ত সিনহার তৈরী একটি সংগঠন রাষ্ট্রীয় মঞ্চের লেটারহেডে। বিজেপি থেকে বেরিয়ে এসে ওই মঞ্চ গঠন করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেছিলেন, রাষ্ট্রীয় মঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন। বিরোধী রাজনৈতিক দলগুলোর মঞ্চ থেকে শারদ পাওয়ারকে নেতা হিসাবে তুলে ধরার পরিকল্পনা থাকায় কৌশলগতভাবে যশবন্ত সিনহার পুরানো মঞ্চ থেকেই বৈঠকের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শারদ পাওয়ার এবং যশবন্ত সিনহা আলোচনা ডেকেছেন। সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।’

কংগ্রেসকে সঙ্গে নিলে পরিবারতন্ত্র, ইউপিএ আমলের দুর্নীতি, রাহুল গান্ধীর নেতৃত্ব দেয়ার ক্ষমতা নিয়ে বিজেপি আক্রমণের সুযোগও পেয়ে যাবে। এ কারণে কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় জোট গড়ার পক্ষে অনেক দলই আলোচনা করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ইতোমধ্যে মুখ খুলেছে শিবসেনা। বিষয়টি নিয়ে পাওয়ারের সঙ্গে তাদের একদফা কথাও হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র সঞ্জয় রাউত। বাংলায় নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিকে পরবর্তী লক্ষ্য করার কথা বলেছিলেন।

এ বিভাগের আরো খবর