বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপল ডেইলি

  •    
  • ২১ জুন, ২০২১ ১৩:১৬

পত্রিকার প্রতিষ্ঠাতা জিমি লাইয়ের উপদেষ্টা মার্ক সাইমন বলেন, ‘পত্রিকার দোকানে এখনও অ্যাপল ডেইলি পাওয়া যাচ্ছে। তবে ব্যাংক অ্যাকাউন্টের ওপর স্থগিতাদেশ না তোলা হলে কয়েক দিন পর ওই সব দোকানে অ্যাপল ডেইলি পাওয়া যাবে না।’

আগামী কয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের কাছে জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলি।

পত্রিকার প্রতিষ্ঠাতা ‘মিডিয়া মোগল’ জিমি লাইয়ের এক উপদেষ্টা সোমবার এমনটাই বলেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

গত সপ্তাহে অ্যাপল ডেইলির সঙ্গে যুক্ত তিনটি প্রতিষ্ঠানের ২৩ লাখ ডলার মূল্যের সম্পদ স্থগিত করে হংকং কর্তৃপক্ষ।

কারাবন্দি জিমি লাইয়ের উপদেষ্টা মার্ক সাইমন বিবিসিকে বলেন, কোনো ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় নেই। এ অবস্থায় পত্রিকাটি কিছুই করতে পারছে না।

সাইমন বলেন, ‘হাতে টাকা না থাকলে কোনো কিছু করা দুরূহ হয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থ সংকটের সময় কর্মীদের বেতন দেয়ার অঙ্গীকার করা যায় না। হংকংয়ে এটি বেআইনি।’

তিনি বলেন, ‘পত্রিকার দোকানে এখনও অ্যাপল ডেইলি পাওয়া যাচ্ছে। তবে ব্যাংক অ্যাকাউন্টের ওপর স্থগিতাদেশ না তোলা হলে কয়েক দিন পর ওই সব দোকানে অ্যাপল ডেইলি পাওয়া যাবে না।’

পত্রিকার ভবিষ্যৎ নিয়ে সোমবার বোর্ড মিটিংয়ে বসছে এটির প্রকাশক নেক্সট ডিজিটাল।

জনপ্রিয় পত্রিকা অ্যাপল ডেইলি প্রায়ই হংকং ও চীনের নেতৃত্বের সমালোচনমূলক প্রতিবেদন প্রকাশ করে।

গত বৃহস্পতিবার হংকংয়ে অ্যাপল ডেইলির অফিসে অভিযান চালায় প্রায় ৫০০ পুলিশ। তাদের ভাষ্য ছিল, পত্রিকার প্রতিবেদনগুলো জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করেছে।

ওই সময় পত্রিকার সম্পাদকসহ পাঁচ নির্বাহীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই সঙ্গে অ্যাপল ডেইলি লিমিটেড, অ্যাপল ডেইলি প্রিন্টিং লিমিটেড ও এডি ইন্টারনেট লিমিটেড নামে অ্যাপল ডেইলি পত্রিকার সঙ্গে যুক্ত তিন প্রতিষ্ঠানের সম্পদ ফ্রিজ করা হয়।

অনলাইনে অ্যাপল ডেইলির প্রকাশ করা ছবিতে দেখা যায়, পত্রিকা অফিসে প্রতিবেদকদের ব্যবহার করা কম্পিউটার ঘাঁটাঘাঁটি করছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, তল্লাশি ও সাংবাদিকতা-সংশ্লিষ্ট সরঞ্জাম বাজেয়াপ্ত করার ক্ষমতা ওয়ারেন্টে উল্লেখ রয়েছে।

পরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ২০১৯ সাল থেকে বিভিন্ন দেশের প্রতি হংকং ও চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান-সংক্রান্ত ৩০টির বেশি নিবন্ধ ছাপিয়েছে অ্যাপল ডেইলি।

পত্রিকাটির প্রতিষ্ঠাতা জিমি লাই সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশে যোগদানসহ বেশ কয়েকটি অভিযোগে এ মুহূর্তে জেল খাটছেন।

এ বিভাগের আরো খবর