ভারতের পশ্চিমবঙ্গে সারদা চিটফান্ড মামলার অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চলা পশ্চিমবঙ্গের সব কটি মামলায় জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালত সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ২ লাখ টাকার মুচলেকায় সারদা গোষ্ঠীর সেকেন্ড-ইন-কমান্ডকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট ।
জামিনের শর্তে বলা হয়েছে, নিজের বাড়ির থানা এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না দেবজানী।
সপ্তাহে একবার সিবিআই তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে হবে। জেলের বাইরে থাকবার সময় কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা করতে পারবেন না দেবযানী।
সারদা চিটফান্ড কেলেংকারিতে ১৫ জুন আরসি সিক্সের একটি মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন দেবযানী ।
১৬ জুন কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, রাজ্যের সবকটি সারদা মামলার শুনানি শেষ। সেদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ, রায়দান স্থগিত রাখে।
শনিবার শর্তসাপেক্ষে দেবযানীর জামিন দেয় হাইকোর্ট।
সারদা গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন দেবযানী মুখোপাধ্যায়। সারদার প্রধান সুদীপ্ত সেনের পর তিনি ছিলেন সর্বময় কর্তা। সারদা গোষ্ঠীর বিরুদ্ধে বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা তোলার অভিযোগ প্রকাশ্যে এলে গ্রেপ্তারি এড়াতে দেবযানী মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সারদাকর্তা সুদীপ্ত সেন পালিয়ে যান।
২০১৩ সালের এপ্রিল মাসে দেবযানী সুদীপ্ত সেনের সঙ্গে কাশ্মীরে ধরা পড়েন। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন দেবযানী মুখোপাধ্যায়, সুদীপ্ত সেন। সেই থেকে জেলে। পরবর্তীতে এই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে চলে যায়।
তবে শনিবার সারদা মামলায় পশ্চিমবঙ্গের সবকটি সারদা মামলায় দেবযানী মুখোপাধ্যায় জামিন পেলেও ওড়িশা, অসমে তার বিরুদ্ধে সিবিআই, ইডির মামলা রয়েছে। তাই তিনি এখনই জেল থেকে ছাড়া পাবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়।