বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রক্ষণশীল রায়েসি হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

  •    
  • ১৯ জুন, ২০২১ ১৩:২৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত গণনা হয়েছে প্রায় ৯০ শতাংশ ভোট। এর মধ্যে রায়েসি পেয়েছেন এক কোটি ৭৮ লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজাই ভোট পেয়েছেন ৩৩ লাখ।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে চলেছেন রক্ষণশীল সাইয়েদ ইব্রাহিম রায়েসি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রাথমিক ফলে এমন আভাস পাওয়া গেছে।

ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জামাল ওর্ফের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির শনিবারের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবারের নির্বাচনে ২ কোটি ৮৬ লাখ নাগরিক ভোট দিয়েছেন।

তিনি জানান, এখন পর্যন্ত গণনা হয়েছে প্রায় ৯০ শতাংশ ভোট। এর মধ্যে রায়েসি পেয়েছেন এক কোটি ৭৮ লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজাই ভোট পেয়েছেন ৩৩ লাখ।

অন্য দুই প্রার্থীর মধ্যে নাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লাখ ভোট। আমির হোসেন গাজিজাদেহ-হাশেমি ভোট পান প্রায় ১০ লাখ।

ওর্ফ বলেন, তিনি সুনির্দিষ্ট সংখ্যা এখনই প্রকাশ করতে চান না। কারণ ভোটগণনা চলছে। তিনি শুধু প্রাথমিক তথ্য দিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ভোটের ফল প্রকাশের মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি হোসেইনি খামেনির অনুসারী রায়েসির কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বাকি তিন প্রার্থী।

চার প্রার্থীর মধ্যে একমাত্র সংস্কারপন্থি ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর হেম্মাতি এক চিঠিতে লেখেন, ‘আমার আশা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে আপনার (রায়েসি) সরকার জাতির জীবনে স্বস্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।’

তবে হেম্মাতি বা রেজাইয়ের পরাজয় মেনে নেয়াকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেননি রায়েসি।

গাজিজাদেহ-হাশেমি রাখঢাক না রেখেই অভিনন্দন জানিয়েছেন রায়েসিকে।

তিনি বলেন, ‘দেশের মানুষের মাধ্যমে নির্বাচিত রায়েসিকে আমি অভিনন্দন জানাই।’

এদিকে এক বিবৃতিতে ইরানের বিদায়ি প্রেসিডেন্ট হাসান রুহানি নির্বাচনে অভূতপূর্ব উপস্থিতির জন্য দেশটির জনগণ ও সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে রুহানি রায়েসির নাম উল্লেখ না করে ‘জনগণের নির্বাচিত’কে অভিনন্দন জানান।

এ বিভাগের আরো খবর