বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাতিসংঘের নেতৃত্বে আবার গুতেরেস

  •    
  • ১৮ জুন, ২০২১ ২২:৫৯

আন্তরাষ্ট্রীয় সংস্থাটিতে ফের মহাসচিব পদে শপথ নিয়ে সাধারণ পরিষদের উদ্দেশে গুতেরেস বলেন, ‘বড় থেকে ছোট রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বাসের বীজ জন্মানো ও সেতুবন্ধ তৈরিতে আমি সর্বশক্তি নিয়োগ করব। একই সঙ্গে আস্থা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাব।’

জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।

১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার গুতেরেসকে ফের পাঁচ বছরের জন্য নিয়োগ দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এ মাসের শুরুতে গুতেরেসকে জাতিসংঘের মহাসচিব হিসেবে পুনর্নিয়োগ দিতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ।

বর্তমান মহাসচিবের দ্বিতীয় মেয়াদ শুরু হবে ২০২২ সালের পয়লা জানুয়ারি।

আন্তরাষ্ট্রীয় সংস্থাটিতে ফের মহাসচিব পদে শপথ নিয়ে সাধারণ পরিষদের উদ্দেশে গুতেরেস বলেন, ‘বড় থেকে ছোট রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বাসের বীজ জন্মানো ও সেতুবন্ধ তৈরিতে আমি সর্বশক্তি নিয়োগ করব। একই সঙ্গে আস্থা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাব।’

২০১৭ সালের জানুয়ারিতে বান কি-মুনের উত্তরসূরি হয়ে জাতিসংঘের নেতৃত্বে আসেন গুতেরেস। তার নিয়োগের কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডনাল্ড ট্রাম্প।

প্রথম মেয়াদে গুতেরেস বড় অংশ ব্যয় করেছেন ট্রাম্পকে (যিনি জাতিসংঘের মূল্যবোধ ও বহুপাক্ষিকতাকে প্রশ্নবিদ্ধ করেন) সামলাতে।

জাতিসংঘের সবচেয়ে বড় আর্থিক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র। সংস্থাটির নিয়মিত বাজেটের ২২ শতাংশের জোগান দেয় দেশটি। আর শান্তিরক্ষীদের বাজেটের প্রায় এক-চতুর্থাংশের জোগানদাতা বৈশ্বিক পরাশক্তিটি।

প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থায় অর্থ কমিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর বাইডেন অর্থ দেয়া স্বাভাবিকের পাশাপাশি জাতিসংঘের সঙ্গে আগের মতো সম্পৃক্ত হওয়ায় মনোযোগ দিয়েছেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, ঐতিহাসিক চ্যালেঞ্জের সামনে জাতিসংঘ।

তার আশা, গুতেরেসের আগামী পাঁচ বছর আগের চেয়ে বেশি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধির হবে।

৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন।

জাতিসংঘের মহাসচিব হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তৎপরতা, করোনাভাইরাসের টিকার সুষম প্রাপ্তি ও ডিজিটাল সহযোগিতার ক্ষেত্রে সোচ্চার দেখা গেছে তাকে।

গুতেরেসের দায়িত্ব নেয়ার সময় সিরিয়া, ইয়েমেনে যুদ্ধ বন্ধ ও মানবিক সংকট নিরসনে হিমশিম খাচ্ছিল জাতিসংঘ।

এ দুই সংকটের সুরাহা এখনও হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে মিয়ানমার, ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের জরুরি পরিস্থিতি।

এ বিভাগের আরো খবর