বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজায় ফের ইসরায়েলের হামলা

  •    
  • ১৮ জুন, ২০২১ ১৬:৩৬

বিমান হামলার পর গাজা নিয়ন্ত্রণ করা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, প্রতিরোধের স্থান লক্ষ্য করে হামলার মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের নতুন সরকার তার শক্তি প্রদর্শন করছে।

যুদ্ধবিরতি উপেক্ষা করে দ্বিতীয়বারের মতো গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। তবে হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনের সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গাজা শহরের উত্তর-পশ্চিমে সশস্ত্র সংগঠনগুলোর স্থাপনা ও বেইত লাহিয়া শহরের উত্তরাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল।

গাজা ভূখণ্ডের উত্তরে জাবালিয়া শহরের একটি বেসামরিক প্রশাসনিক ভবনও হামলার লক্ষ্যবস্তু ছিল। একই সঙ্গে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরের কৃষিজমিতেও বিমান হামলা হয়।

বিমান হামলার পর গাজা নিয়ন্ত্রণ করা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, প্রতিরোধের স্থান লক্ষ্য করে হামলার মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের নতুন সরকার তার শক্তি প্রদর্শন করছে।

বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনের জনগণ ও পবিত্র স্থান রক্ষায় আমাদের প্রতিরোধ চলবে।’

রোববার ইসরায়েলের টানা ১২ বছরের শাসক বেনিয়ামিন নেতানিয়াহুকে পার্লামেন্টে ভোটের মাধ্যমে সরায় দেশটির ডানপন্থি, বামপন্থি, মধ্যপন্থি ও ধর্মীয় দল নিয়ে গঠিত জোট। ওই দিনই দেশটির ইয়ামিনা পার্টির কট্টর ডানপন্থি নেতা নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দিকে ফিলিস্তিনের ক্রমাগত বেলুনবোমা নিক্ষেপের জবাবে হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশের সেনাবাহিনী।

ইসরায়েলের ভাষ্য, বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বেলুনবোমা ছোড়ে ফিলিস্তিনের যোদ্ধারা।

এর আগে মঙ্গলবার পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের পবিত্র স্থানে ইহুদি জাতীয়তাবাদীদের শোভাযাত্রা নিয়ে উত্তেজনা দেখা দেয়। শোভাযাত্রার একপর্যায়ে বেলুনবোমা ছোড়ে ফিলিস্তিনিরা।

ফিলিস্তিন থেকে বেলুন ছোড়ার জবাবে পরদিন বুধবার যুদ্ধবিরতির পর প্রথম বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সীমান্তের কাছে কৃষিজমি ও ঝোপঝাড়ে আগুন লাগানোর উদ্দেশ্যে মূলত বেলুনবোমাগুলো ছুড়ছে ফিলিস্তিনিরা।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামাসের সামরিক স্থাপনা ধ্বংস অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত বিষয় ও দেশটির চলমান চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এ বিভাগের আরো খবর