বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেরুজালেমে হচ্ছে কট্টর ইহুদিদের মিছিল

  •    
  • ১৫ জুন, ২০২১ ১৫:৫৪

ইহুদি দখলদারদের মঙ্গলবারের এ কর্মসূচির বিপরীতে অবরুদ্ধ পশ্চিম তীরের ফিলিস্তিনিরা পাল্টা কর্মসূচি হিসেবে ‘ক্রোধের দিন’ পালনের ঘোষণা দিয়েছে।

অবরুদ্ধ পূর্ব জেরুজালেমে ‘মার্চ অফ দ্য ফ্ল্যাগস’ শীর্ষক গণমিছিল করতে যাচ্ছে ইসরায়েলের কট্টর ডানপন্থি ইহুদিরা।

দামেস্ক গেট হয়ে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে প্রবেশ করবে এ পতাকা মিছিল।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দায়িত্ব গ্রহণের পরদিন সোমবার এ মিছিলের অনুমতি দেয় ইসরায়েলের নতুন সরকার।

একে ‘উসকে দেয়ার পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতাইয়েহ।

অবরুদ্ধ গাজা উপত্যকার শাসক দল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেল আবিবের এ পদক্ষেপের ফলে আবারও সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে অঞ্চলটিতে।

ইহুদি দখলদারদের মঙ্গলবারের এ কর্মসূচির বিপরীতে অবরুদ্ধ পশ্চিম তীরের ফিলিস্তিনিরা পাল্টা কর্মসূচি হিসেবে ‘ক্রোধের দিন’ পালনের ঘোষণা দিয়েছে।

পূর্ব জেরুজালেমের মুসলিম অধ্যুষিত শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনা নিয়ে উত্তেজনার মধ্যেই এমন পরিস্থিতি।

কট্টর ডানপন্থিদের এ কর্মসূচি আয়োজনের কথা ছিল গত ১০ মে। সেদিন থেকেই গাজা উপত্যকায় শুরু হয় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা।

মূলত ইসলাম, ইহুদি ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসা মসজিদে সংঘর্ষ ও শেখ জারাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদচেষ্টাকে ঘিরে কয়েক সপ্তাহের উত্তেজনা মে মাসে গড়ায় রক্তক্ষয়ী সহিংসতায়।

আল-আকসা থেকে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা হিসেবে ইসরায়েলে রকেট ছোড়ে হামাস। পাল্টা জবাবে ১০ থেকে ২০ মে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয় ৬৬ শিশুসহ ২৫৩ ফিলিস্তিনি। গৃহহীন হয় এক লাখের বেশি মানুষ।

হামাসের পাল্টা রকেট হামলায় নিহত হয় ১৩ ইসরায়েলি।

১১ দিনের সহিংসতার পর অস্ত্রবিরতি কার্যকর হলেও এক মাস না যেতেই ফের উত্তপ্ত অঞ্চলটির পরিস্থিতি।

ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, দেশটির পুলিশপ্রধান ও অন্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইহুদিদের মিছিলের অনুমতি দেন নতুন অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমর বারলেভ।

তিনি বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস মঙ্গলবার এলাকাটিতে প্রবেশ থেকে বিরত থাকতে কর্মকর্তা ও নাগরিকদের নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে পতাকা মিছিল ও পাল্টা সমাবেশের কথা উল্লেখ করা হয়েছে এতে।

ক্ষমতায় এসেই এ ধরনের পদক্ষেপের ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার তাৎক্ষণিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর