বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নেবেন রামদেব, চিকিৎসকদের ‘ঈশ্বরের দূত’ ঘোষণা

  •    
  • ১১ জুন, ২০২১ ০৯:৩৩

রামদেব বলেন, ‘আমি কোনো সংগঠনের বিরুদ্ধে নই। ভালো চিকিৎসকরা আমাদের জন্য আশীর্বাদ। তারা পৃথিবীতে ঈশ্বরের পাঠানো দূত। কিন্তু কিছু চিকিৎসক আছেন যারা ভুল করেন।’

করোনাভাইরাসের অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভারতের চিকিৎসকদের রোষানলে পড়া যোগগুরু বাবা রামদেব এবার টিকা নেয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি চিকিৎসকদের ‘ঈশ্বরের দূত’ হিসেবেও ঘোষণা দেন।

করোনার দ্বিতীয় ঢেউ যখন ভারতের অবস্থা শোচনীয় করে তুলেছিল, ঠিক এমন সময় রামদেব অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, করোনাকালে ভারতে চিকিৎসা না পেয়ে কিংবা অক্সিজেনের অভাবে যত মানুষের মৃত্যু হয়নি, তার চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন শুধু অ্যালোপ্যাথি ওষুধের কারণে।

এমন মন্তব্যের পর ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখান চিকিৎসকরা। তারা বিক্ষোভ করেন, এমনকি তাকে গ্রেপ্তারের দাবিও জানান। দাবি না মানা হলে চিকিৎসকরা ধর্মঘটে যাবেন বলেও হুঁশিয়ারি আসে দেশটির সবচেয়ে বড় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) পক্ষ থেকে।

সেই সঙ্গে যোগগুরু ও ভারতে আয়ুর্বেদ পণ্যের অন্যতম বড় ব্যবসায়ী রামদেবকে লিখিত ক্ষমা চাইতে বলে আইএমএ।

বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবা রামদেবের রয়েছে কোটি কোটি অনুসারী। ছবি: এএফপি

এমন অবস্থায় রামদেবকে চিঠি দিয়ে বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এরপর বিভিন্ন চাপে পড়েই রামদেব তার বক্তব্য প্রত্যাহার করে নিলেও অ্যালোপ্যাথিকে তিনি ভরসা করেন না বলে ইঙ্গিত দেন।

বিজেপি সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রামদেব বৃহস্পতিবার ঘোষণা দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন থেকে সবার জন্য যে টিকা কর্মসূচি শুরু করবেন তাতে তার সমর্থন আছে। এমনকি তিনি টিকা নিতে নিবন্ধন করার কথাও জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরাখন্ডের হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, ‘যোগ ও আয়ুর্বেদের পাশাপাশি দুই ডোজ টিকা দ্বিগুণ সুরক্ষা দেবে। এই দুইয়ের মিলে করোনায় আর একজনও মারা যাবেন না।’

তিনি কবে নাগাদ করোনার টিকা নেবেন এমন প্রশ্নে রামদেব বলেন, ‘খুব শিগগির।’

এ সময় এই যোগগুরু ভালো অ্যালোপ্যাথিক চিকিৎসকদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘তারা ঈশ্বরের প্রেরিত দূত।’

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে রামদেব বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো বৈরিতা নেই।’

অনেক চিকিৎসক অযথাই গরিবদের বেশি দামি ওষুধ লিখে দেন দাবি করে রামদেব বলেন, তিনি সব সময় ওষুধের নামে গরিবদের শোষণের বিরুদ্ধে।

রামদেব বলেন, ‘আমি কোনো সংগঠনের বিরুদ্ধে নই। ভালো চিকিৎসকরা আমাদের জন্য আশীর্বাদ। তারা পৃথিবীতে ঈশ্বরের পাঠানো দূত। কিন্তু কিছু চিকিৎসক আছেন যারা ভুল করেন।’

এ বিভাগের আরো খবর