ইসরায়েলের জেরুজালেমে একটি হাসপাতালের পার্কিংয়ের স্থানে হঠাৎ সৃষ্ট একটি বিশালাকৃতির গর্তে (সিংকহোল) তিনটি গাড়ি বিলীন হয়ে গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার বিকেলে শারে জেদেক মেডিকেল সেন্টারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা। ভিডিও ফুটেজে দেখা গেছে, সিংকহোলের গভীরে মুহুর্তের মধ্যে দেবে যায় গাড়ি তিনটি। পরে গর্তটি আরও বড় হয়ে পাশের দেয়ালকেও ধসিয়ে দেয়।
স্থানীয় বার্তা সংস্থা টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ আরও বেশি যানবাহন রাখার জন্য পার্কিংয়ের স্থানটিকে বড় করেছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফায়ার সার্ভিসের সাতটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। গর্তে হারিয়ে যাওয়া গাড়িগুলোর ভেতরে কেউ আটকে রয়েছে কি না, তা অনুসন্ধান ও উদ্ধারে একটি বিশেষ ইউনিটও সেখানে পাঠানো হয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিংকহোলের পাশে মহাসড়কে টানেল খনন করার জন্য এমন সিংকহোলের সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।