করোনার টিকা উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের কাছে মোট ৪৪ কোটি ডোজ টিকার অর্ডার দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যগুলোকে বিনা মূল্যে টিকা দেয়ার কথা বলেন। এরপরই কেন্দ্রীয় সরকার টিকার এই অর্ডার দিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে এই টিকা পাওয়া যাবে। সিরাম ইনস্টিটিউটের কাছে ২৫ কোটি ও ভারত বায়োটেকের কাছে ১৯ কোটি ডোজের অর্ডার দেয়া হয়েছে।
সোমবারই দেশের টিকা নীতিতে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপর মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয় টিকাকরণ-সংক্রান্ত নতুন গাইডলাইন।
আগামী ২১ জুন থেকে সেই নতুন নীতি কার্যকর হবে। রাজ্যগুলোকে জনসংখ্যার নিরিখে ভাগ করা হবে। এ ছাড়া কোন রাজ্যে করোনা সংক্রমণের প্রাবল্য কত, টিকাকরণ কত দূর এগিয়েছে, এসব দেখা হবে। কোনোভাবেই যাতে টিকা নষ্ট না হয়, সেদিকেও নজর দেবে কেন্দ্র।
নয়া নির্দেশিকায় বিনা মূল্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে টিকা দেবে কেন্দ্র। আর সেই টিকা রাজ্য সরকার সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের বিনা মূল্যে দেবে। সরকারি টিকাকরণ কেন্দ্রগুলো থেকে টিকা দেয়া হবে।
বিনা মূল্যে দেয়া হলেও বেসরকারি হাসপাতালগুলো টাকা দিয়ে টিকা নিতে পারবে। টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের মোট উৎপাদনের ২৫ শতাংশ সরাসরি বেসরকারি হাসপাতালগুলোতে বিক্রি করতে পারবে। ন্যাশনাল হেলথ অথরিটির প্ল্যাটফর্মের মাধ্যমে সে ক্ষেত্রে পেমেন্ট করতে হবে। প্রত্যন্ত এলাকার বেসরকারি হাসপাতালগুলোতে যাতে টিকা পৌঁছে যায়, সেই বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৩ লাখ ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণের সংখ্যা এখনও বেড়ে চলেছে। তাই সংক্রমণ রোধে বিনা মূল্যে টিকা দেয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।