বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাখোঁ খেলেন চড়

  •    
  • ৮ জুন, ২০২১ ২০:৩৯

কোভিড-১৯ মহামারি-পরবর্তী সময়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, এ বিষয়ে কথা বলার জন্য মাখোঁ মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্ব ড্রোম অঞ্চলে গিয়েছিলেন। এ সময় সমর্থকদের ভিড় থেকে দেশটির প্রেসিডেন্টের মুখে চড় বসিয়ে দিলেন এক ব্যক্তি।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সমর্থকদের ভিড় থেকে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মুখে চড় বসিয়ে দিলেন এক ব্যক্তি।

কোভিড-১৯ মহামারি-পরবর্তী সময়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, এ বিষয়ে কথা বলার জন্য মাখোঁ মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্ব ড্রোম অঞ্চলে গিয়েছিলেন।

সেখানে তিনি রেস্তোরাঁর কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছিলেন। মাখোঁর হাঁটার পথটি লোহার রেলিং দিয়ে আলাদা করা ছিল। প্রেসিডেন্ট অনেকের সঙ্গে হাত মিলিয়ে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তির সঙ্গে হাত মেলাতে এগিয়ে গেলে ওই ব্যক্তি প্রেসিডেন্টের গালে চড় বসিয়ে দেন।

চড় মারার সময় ওই ব্যক্তি ‘ডাউন উইথ ম্যাক্রোনিয়া’ (আ বাস লা ম্যাক্রোনিয়া/মাখোঁ যুগের পতন হোক) বলে উচ্চ স্বরে চিৎকার করছিলেন।

এই ব্যক্তিটি ‘মন্টজয়ি সেইন্ট ডেনিস’ বলে স্লোগান দিচ্ছিলেন। যা ফ্রান্সের রাজতন্ত্রের সময় সেনাবাহিনীর কুচকাওয়াচে উচ্চারিত হতো।

চোখে রোদচশমা, মুখে মাস্ক ও সবুজ টি-শার্ট পরিহিত ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করে প্রেসিডেন্টের সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষী।

ঘটনার পর কিছুসময় প্রেসিডেন্ট ভিড়ের মধ্যে অবস্থান করেন এবং হামলাকারীর বিপরীত দিকে থাকা সর্মথকদের লক্ষ্য করে হাত নাড়ান। তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে সেখান থেকে সরিয়ে নেন।

দেশটির বিএফএম টিভি ও আরএমসি রেডিওর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তিসহ আরও একজনকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মাখোঁ এক প্রতিক্রিয়ায় একে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ আমরা চাইবনা এমন উগ্রবাদী মানুষ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসুক।’

দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসেক্স এই হামলাকারীকে গণতন্ত্রের প্রতিপক্ষ বলে উল্লেখ করেন।

এর আগে, ২০১৬ সালে মাখোঁ যখন দেশটির অর্থমন্ত্রী ছিলেন, তখন শ্রমআইন সংস্কারের বিরুদ্ধে ডাকা বিক্ষোভ চলাকালে মাখোঁর ওপর ডিম ছুড়ে মেরেছিল কট্টর বামপন্থি শ্রমিক ইউনিয়নের কর্মীরা।

দুই বছর পর, দেশটিতে সরকারবিরোধী ইয়লো ভেস্ট আন্দোলন ছড়িয়ে পড়লে এক সমাবেশে তীব্র নিন্দার বাণে বিদ্ধ হয়েছিলেন তিনি। মাখোঁ বিরোধীরা তখন জানিয়েছিলেন যে এতে প্রেসিডেন্টের ভীত নড়ে গিয়েছিল।

এ বিভাগের আরো খবর