বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চূড়ান্ত রায়ের অপেক্ষায় ‘বসনিয়ার কসাই’

  •    
  • ৮ জুন, ২০২১ ১৯:২৮

রায়ের দিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ৩টার দিকে জাতিসংঘের আদালতে উপস্থিত থাকবেন স্বজনেরা। জাম্বিয়ান বিচারক প্রিসকা মাতিমবা নায়েমবের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকের প্যানেল রায় ঘোষণা করবেন।

‘বসনিয়ার কসাই’ খ্যাত বসনিয়ান সার্বের সাবেক সামরিক নেতা রাতকো ম্লাদিচের বিরুদ্ধে গণহত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে যাচ্ছেন জাতিসংঘের আপিল বিভাগের বিচারকেরা।

আল জাজিরার প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, ১৯৯২-৯৫ সালের বসনিয়া যুদ্ধে বসনিয়ার সার্ব বাহিনীর নেতৃত্ব দেন ম্লাদিচ।

১৯৯৫ সালে বসনিয়া ও হারজেগোভিনার শহর স্রেব্রেনিকায় আট হাজারের বেশি মুসলমান পুরুষ ও কিশোর হত্যা এবং বসনিয়ার রাজধানী সারাজেভোতে ৪৩ মাসের অবরোধের সময় বেসামরিক নাগরিকদের ভীতিপ্রদর্শনসহ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হন ৭৮ বছর বয়সী ম্লাদিচ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে ভয়াবহ গণহত্যা ছিল ম্লাদিচ পরিচালিত এই গণহত্যা।

রায়ের দিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ৩টার দিকে জাতিসংঘের আদালতে উপস্থিত থাকবেন নিহতদের স্বজনেরা।

জাম্বিয়ান বিচারক প্রিসকা মাতিমবা নায়েমবের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকের প্যানেল রায় ঘোষণা করবেন।

জাতিসংঘের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরুর ২৫ বছর পর ম্লাদিচের বিরুদ্ধে আনা গণহত্যার চূড়ান্ত রায় শুনতে যাচ্ছে বিশ্ববাসী।

জাতিসংঘের প্রসিকিউটর সার্জ ব্রামেরতজ সামরিক নেতা ম্লাদিচের রায়ের তাৎপর্যে জোর দেন। নব্বইয়ের দশকে প্রতিদিনের সংঘাতের সময় যারা ট্রমার মধ্যে ছিলেন, তাদের জন্য এ রায় গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

এ বিভাগের আরো খবর