ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। সোমবার কারখানাটির স্যানিটাইজার উৎপাদনকারী ইউনিটে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিসের একটি বড় দল আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুনের ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক টুইট বার্তায় তিনি জানান, ‘মহারাষ্ট্রের পুনেতে একটি কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা রইল।’
বার্তা সংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুনেতে এসভিএস অ্যাকোয়া টেকনোলজিসের কারখানায় আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের কমপক্ষে ছয়টি গাড়ি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এনডিটিভিকে জানিয়েছে ,আগুন লাগার সময় ৩৭ জন কর্মী ভেতরে কাজ করছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
কারখানার এক কর্মকর্তা বলেন, আগুনের ঘটনায় তাদের কমপক্ষে ১৭ কর্মী নিখোঁজ রয়েছেন।
স্যানিটাইজার তৈরির ইউনিটের ওপরে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। অনেকে আগুন থেকে বাঁচতে গেটের দিকে ছুটে যান, অন্যরা আগুন দেখার জন্য সেখানে দাঁড়িয়ে থাকেন।
কারখানার সামনে প্লাস্টিকের পণ্যসামগ্রী মোড়কজাত করার স্থান থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিখোঁজ কর্মীদের উদ্ধারে অভিযান চলছে।