বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কন্যাসন্তানের মা হলেন মেগান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ জুন, ২০২১ ২৩:৩৮

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কটেজ হসপিটালে শুক্রবার সকালে লিলিবেট জন্ম নেয়। জন্মের সময় তার ওজন ছিল সাত পাউন্ড।

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। প্রিন্স হ্যারি ও মেগানের প্রেস সচিব রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এটা খুবই আনন্দের সংবাদ যে, প্রিন্স হ্যারি ও মেগান তাদের কন্যাসন্তান লিলিবেট 'লিলি' ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসরকে স্বাগত জানিয়েছেন। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। তারা এখন বাড়িতে রয়েছেন।

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কটেজ হসপিটালে শুক্রবার সকালে লিলিবেট জন্ম নেয়। জন্মের সময় তার ওজন ছিল সাত পাউন্ড।

বিবৃতিতে বলা হয়, হ্যারির দাদি রানি দ্বিতীয় এলিজাবেথের নামে কন্যাশিশুটির নাম লিলিবেট রাখা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের পারিবারিক ডাক নাম লিলিবেট। প্রিন্স হ্যারির প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার প্রতি সম্মান জানিয়ে শিশুটির নামের মাঝের অংশ ডায়ানা রাখা হয়েছে।।

হ্যারি ও মেগান দম্পতির আর্চি নামে দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। লিলিবেট ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী।

এ বিভাগের আরো খবর