বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নেয়ার প্রশংসাপত্রে মোদির নয় মমতার ছবি থাকবে

  •    
  • ৫ জুন, ২০২১ ১৩:১৯

মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, রাজ্যগুলোকে বিনা মূল্যে টিকা দিক কেন্দ্রীয় সরকার। কিন্তু অর্থের বিনিময়েই রাজ্যগুলোকে টিকা দেয়া হচ্ছে। কিনে আনলেও পশ্চিমবঙ্গ সরকার বিনা মূল্যেই মানুষকে টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে। তাই টিকা নেয়ার প্রশংসাপত্রে মোদির ছবির পরিবর্তে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য প্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রশংসাপত্র নিয়ে কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে রাজনীতি বেশ জমেছে। রাজ্যের তরফে বলা হয়েছে, কেন্দ্র থেকে টাকা দিয়ে টিকা কেনায় টিকার প্রশংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে।

মমতা কেন্দ্রকে বারবার অনুরোধ জানিয়েছেন, টিকা বিনা মূল্যে দেয়ার জন্য। মাত্র ৩০ হাজার কোটি রুপি ব্যয় করলে, দেশের সব মানুষকে বিনা মূল্যে টিকা দেয়া যেত বলেও জানিয়েছিলেন তিনি।

কিন্তু বিনা মূল্যে টিকা দিতে রাজি নয় কেন্দ্র। অর্থের বিনিময়েই রাজ্যগুলোকে টিকা দেয়া হচ্ছে। কেন্দ্র থেকে টিকা কিনলেও রাজ্য সরকার বিনা মূল্যেই মানুষকে দেয়ার উদ্যোগ নিয়েছে। তাই টিকা নেয়ার প্রশংসাপত্রে মোদির ছবির পরিবর্তে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য প্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

শুক্রবার করোনাভাইরাস প্রতিরোধ-বিষয়ক কমিটির বৈঠক শেষে ফিরহাদ বলেন, কেন্দ্রের সরকার যেহেতু ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দিচ্ছে না। রাজ্য সরকার নিজের টাকায় কিনে দিচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর ছবি ও মেসেজ থাকবে কোভিড প্রশংসাপত্রে। মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে প্রশংসাপত্র লেখা থাকবে- ‘সজাগ থাকুন, নিরাপদ থাকুন’।

টিকাদানের সব তথ্য রাজ্য সরকারের ‘কো-উইন’ অ্যাপে তুলে ধরা হবে বলেও কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

পশ্চিমবঙ্গ বর্তমানে করোনায় আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে, রাজ্যের টাকায় তাদের টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছেন হকার, ছোট ব্যবসায়ী, দোকানদার, পরিবহনকর্মী, আইনজীবী ও শিক্ষক।

পুরো রাজ্যেই টিকাদান চলছে। কলকাতা পৌরসভা ঘোষণা করেছে, কেনা টিকা পৌঁছে গেলে আগামী সপ্তাহ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তাদেরও টিকা দেয়া সম্ভব হবে।

এই কার্যক্রম শুরু হলে শহরের ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্র, মেগা ভ্যাকসিন সেন্টার, ভ্যাকসিন অন হুইলসে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ আধার কার্ড নিয়ে গেলে টিকা নিতে পারবেন।

১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন, তাদের মোবাইল ফোনে স্বাস্থ্য দপ্তর থেকে একটি এসএমএস যাবে, সেখানে একটি লিঙ্ক থাকবে। লিঙ্কে ক্লিক করলে, মুখ্যমন্ত্রীর রঙিন ছবি দেয়া প্রশংসাপত্র ডাউনলোড হয়ে যাবে। এ জন্য স্বাস্থ্য দপ্তর একটি পোর্টাল তৈরি করেছে।

কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানালেন, তৃতীয় পর্যায়ে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেয়া হবে। শুধু আধার কার্ড নিয়ে গেলেই রাজ্যের কেনা কোভিশিল্ড টিকা পেয়ে যাবেন।

তবে ৪৫ বছরের ঊর্ধ্বে যারা টিকা নেবেন, তাদেরও কেন্দ্রের কো-উইন অ্যাপের মাধ্যমে মোদির সার্টিফিকেটের পাশাপাশি মমতার ছবি দেয়া প্রশংসাপত্র দেবে রাজ্য সরকার।

এবার টিকার প্রশংসাপত্রে মোদি, মমতার ছবি নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে নতুন আরেকটি রাস্তা খুলল বলে মনে করছেন অনেকে।

এ বিভাগের আরো খবর