বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩০ কোটি অনুমোদনহীন টিকা কিনছে ভারত

  •    
  • ৪ জুন, ২০২১ ২০:৩৫

বায়োলজিক্যাল ই উদ্ভাবিত নতুন টিকা আগামী কয়েক মাসের মধ্যেই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে ভারত সরকার।

করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত অভ্যন্তরীণ চাহিদা মেটাতে অনুমোদনহীন এক টিকার ৩০ কোটি ডোজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই উদ্ভাবিত করোনার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম দুই ধাপে নামহীন ওই টিকা ‘আশাব্যঞ্জক ফল’ দেখিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে এখন পর্যন্ত ২২ কোটি মানুষ করোনার টিকা নিয়েছে। দেশটির ১০ শতাংশেরও কম জনগোষ্ঠী টিকার কমপক্ষে প্রথম ডোজ পেয়েছে।

ভারতজুড়ে চলছে টিকার চরম সংকট। এর মধ্যেই অনুমোদন না পাওয়া টিকা কেনার সিদ্ধান্ত নিল দেশটির সরকার।

গত কয়েক দিনে শনাক্তের সংখ্যা কমলেও ভারতে এখনও দৈনিক এক লাখের বেশি মানুষের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যাচ্ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

করোনার দ্বিতীয় ধাক্কা আসার আগেই ভারতীয় বা বিদেশি টিকা প্রস্তুতকারীদের কাছ থেকে বিপুল পরিমাণে টিকার বন্দোবস্ত কেন করা হয়নি, তা নিয়ে তীব্র সমালোচনার মুখে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার।

ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও রাশিয়ার স্পুৎনিক-৫ টিকা এ মুহূর্তে ভারতীয়দের দেয়া হচ্ছে।

বায়োলজিক্যাল ই উদ্ভাবিত নতুন টিকা আগামী কয়েক মাসের মধ্যেই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে ভারত সরকার।

ভারতে চলতি বছরের জানুয়ারি মাসে বিপুল সমারোহে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে টিকা নিয়ে জনমনে অনাগ্রহ থাকায় কর্মসূচির গতি সে সময় ধীর হয়ে পড়ে।

মাসখানেক ধরে চলমান করোনার দ্বিতীয় ধাক্কায় লাখ লাখ মানুষের এতে সংক্রমিত হওয়ার পরিপ্রেক্ষিতে টিকার চাহিদা বাড়তে থাকে। কিন্তু টিকার চাহিদা অনুযায়ী উৎপাদনে ব্যর্থ হয় দেশটির প্রধান টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। টিকার ঘাটতির কারণে সাময়িকভাবে বন্ধও হয়ে যায় কয়েকটি রাজ্যের টিকাকেন্দ্র।

এ বিভাগের আরো খবর