বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতাল থেকে সেফহোমে বুদ্ধদেব

  •    
  • ২ জুন, ২০২১ ১৯:০৫

হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধদেব এখন সুস্থ আছেন। রক্তচাপ ও হার্ট রেট স্বাভাবিক। সেফহোমে তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা ভট্টাচার্যও থাকবেন।

করোনা আক্রান্ত প্রবীণ সিপিএম পলিটব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসায় সুস্থ হয়ে বুধবার কলকাতা উডল্যান্ডস হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন।

তবে নিজ বাড়ি পাম অ্যাভিনিউতে না ফিরে বাড়ির কাছে এন্টালির সেফহোমে এক সপ্তাহ আইসোলেশনে থাকবেন তিনি।

সূত্রের খবর, সেখানে তার স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা ভট্টাচার্যও থাকবেন। বাড়িতে দেখভালের মানুষ না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেফহোমে নিয়মিত হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখে আসবেন।

হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধদেব এখন সুস্থ আছেন। রক্তচাপ ও হার্ট রেট স্বাভাবিক।

সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব এবং তার স্ত্রী মীরা গত মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন। মীরার চিকিৎসা হাসপাতলে চললেও বুদ্ধদেবের ইচ্ছা অনুসারে তার চিকিৎসা বাড়িতেই চলছিল। বাইপ্যাপের মাধ্যমে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা হচ্ছিল তার।

কিন্তু ২৪ মে আচমকা তার অবস্থার অবনতি হলে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক মুখ্যমন্ত্রী চিকিৎসায় তৈরি হয় আট সদস্যের একটি মেডিক্যাল বোর্ড। বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় তাকে। স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড দেয়া হয়। দেয়া হয় করোনার ওষুধ রেমডেসিভির।

বুদ্ধদেব চিকিৎসায় সাড়া দিতে থাকেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। নিজে হাতে স্বাভাবিক খাবার খান বুদ্ধদেব।

এদিকে ২৪ মে করোনা আক্রান্ত মীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেন কিছুক্ষণের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লে তাকে আবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।

এখন তারা এন্টালির একটি সেফহোমে এক সপ্তাহ আইসোলেশনে থাকবেন বলে জানা গেছে।

এদিকে রাজ্যে লকডাউনের মতো কড়া বিধিনিষেধের সুফল মিলতে শুরু করেছে। পর পর কয়েকদিন করোনা সংক্রমণের লেখচিত্র নিম্নমুখী। কোভিড সংক্রমণ ও মৃত্যু—দুই-ই কমেছে।

রাজ্যের স্বাস্থ্য ভবনের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে ১৯ হাজার ৪২৪ জন। কলকাতায় সংক্রমিত হয়েছে গত ২৪ ঘন্টায় এক হাজার ৩২ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ৩২ জনের। অন্যদিকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ বিভাগের আরো খবর