ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেবের গ্রেপ্তার চেয়ে হাতে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন দেশটির চিকিৎসকরা।
রামদেবের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো ও চিকিৎসকদের নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ তুলেছেন তারা।
বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ রামদেব কিছুদিন আগে দাবি করেন, প্রচলিত আধুনিক চিকিৎসার কারণে হাজার হাজার করোনা রোগী মারা গেছেন। এর বদলে তার উদ্ভাবিত করোনিল ওষুধ ও যোগব্যায়ামই করোনা ঠেকাতে যথেষ্ট।
এর প্রতিবাদে বুধবার ভারতের বিভিন্ন জায়গায় সশরীরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে রামদেবের গ্রেপ্তার চান চিকিৎসকরা। এ সময় তারা রামদেবকে হাতুড়ে চিকিৎসক হিসেবেও অভিহিত করেন।
ভারতের ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য ড. মেহক ভূষণ বলেন, ‘ভারতে আধ্যাত্মিক ও যোগগুরুদের অনুসরণের চল রয়েছে। মানুষ অন্ধভাবে তাদের বিশ্বাস করে। তারা যদি ভুয়া তথ্য ছড়ান, তাহলে আমাদের পক্ষে সেটি মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।’
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের অনুরোধে আধুনিক চিকিৎসাব্যবস্থা নিয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন রামদেব। তবে তিনি এখনও মনে করেন, করোনাভাইরাস প্রতিরোধে টিকার দরকার নেই; যোগব্যায়াম ও আয়ুর্বেদই যথেষ্ট।
এর আগে ক্যানসার ও এইডস সারাতে পারবেন বলেও দাবি করেছিলেন রামদেব।
যোগগুরু হলেও বিভিন্ন ধরনের ব্যবসায় রামদেবের বিপুল আগ্রহ বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
পতঞ্জলি আয়ুর্বেদ নামে তার নিজের একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে টুথপেস্ট থেকে শুরু করে জিনস প্যান্ট পর্যন্ত উৎপাদন হয়। এ ছাড়া নিজস্ব টেলিভিশন চ্যানেলও রয়েছে তার।