ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর আওয়াজ উঠেছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আগামী প্রধানমন্ত্রী। এবার মুখ্যসচিব ইস্যুতে কেন্দ্র সরকার-রাজ্য সরকার সংঘাতের মধ্যে আবার ‘বেঙ্গলি প্রাইম মিনিস্টার’ হ্যাশট্যাগ প্রচার শুরু করেছেন নেটিজেনদের অনেকে।
সাবেক ক্রিকেটার এবং রাজ্যের মন্ত্রী, তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি টুইটারে লিখেছেন, ‘বাংলা আজ যা ভাবছে, ভারত কাল তা ভাববে।’
মোদী অমিত শাহের উন্নয়নের মডেল ব্যর্থ দাবি করে তিনি লেখেন, ‘দিদিই আমাদের নেতৃত্ব দেবেন। যেভাবে উনি উন্নয়নের মডেল বাস্তবায়িত করে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন।’
এই বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ প্রচারে যোগ দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যসহ অনেকেই।
এই প্রচারে যোগ দিয়ে দেবাংশু লিখেছেন, ‘গোটা ভারত চাইছে এবার কন্যাশ্রী তারাও পাক। হাসপাতালে পয়সা ছাড়া, ভারত ছাড়া দাড়ি-টাক.. দেশ চাইছে সবুজ-সাথী ফ্রি রেশনের মিষ্টি ভাত, গ্রামে গ্রামে জীবন বদল নতুন খেলায় ভারত মাত.. দুর্গা এবার দিল্লি পানে, দেশ মেতেছে নতুন গানে, আমি আছি, তুমিও রবে হ্যাশট্যাগ দিদি এবার পিএম হবেন।’
দেশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মোদিবিরোধী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মোদি-শাহ জুটিকে জোর ধাক্কা দিয়ে বিজেপিবিরোধী মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠাও করেছেন তিনি।
কংগ্রেস যেখানে নেতৃত্বহীনতায় ভুগছে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কেন্দ্রে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা তৃণমূল এবং বিজেপি বিরোধীদের একাংশের।
এই বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ প্রচারে কেউ লিখেছেন, ‘২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্য।’
কারো মন্তব্য, ‘ভারত বাংলার মেয়েকে চায়।’ কেউ লিখেছেন, ‘দিদিকে এবার প্রধানমন্ত্রী চাই।’
রোববার থেকে টুইটার ট্রেন্ড ‘বাঙালি প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ’।