বিশ্বে গরমজনিত মৃত্যুর ৩৭ শতাংশের পেছনে দায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব।
নেচার ক্লাইমেট চেঞ্জ নামের জার্নালে প্রকাশিত গবেষণায় এমনটি জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে সোমবার এ খবর প্রকাশ পেয়েছে।
৪৩টি দেশের উপাত্ত যাচাই করে গবেষণায় দেখানো হয়েছে, ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত গরমে মারা যাওয়া ৩ কোটি মানুষের মধ্যে ১ কোটির বেশি মৃত্যুর পেছনে দায়ী মানুষের সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা।
বিভিন্ন দেশের ৭০ বিজ্ঞানীর অংশগ্রহণে করা এ গবেষণায় বলা হয়েছে এমন মৃত্যু বিশ্বের সবকটি মহাদেশেই দেখা গেছে।
কোনো কোনো দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই মৃদু। এসব দেশে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা অনেকটা শিল্পবিপ্লবের আগের সময়কার মতো।
অন্যদিকে, অনেক দেশে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াসের বেশি।
ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ স্পেন, গ্রিস ও ইতালিতে গরমজনিত মৃত্যু রেকর্ড করা হয়েছে সবচেয়ে বেশি। ইরান ও কুয়েত ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট দেখা গেছে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ থাইল্যান্ড ও ফিলিপাইনে। এ ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকায় এমন মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে।