বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমান দুর্ঘটনায় ‘টারজান’ নিহত

  •    
  • ৩১ মে, ২০২১ ১৮:৩৬

৫৮ বছর বয়সী লারাকে বহন করা হালকা বিমানটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে ফ্লোরিডার স্মাত্রা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিধ্বস্ত হয়।

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন নব্বইয়ের দশকে জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমা টারজান চরিত্রে অভিনয় করা জো লারা।

৫৮ বছর বয়সী লারাকে বহন করা হালকা বিমানটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে ফ্লোরিডার স্মাত্রা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিধ্বস্ত হয়।

বিমানে লারার সঙ্গে তার স্ত্রী সাম্বলিন লারা ছাড়াও আরও পাঁচ আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় বিমানের সব আরোহী নিহত হয়েছেন।

শনিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযানে অংশ নেয়া দলটি এক সংবাদ সম্মেলনে জানায়, দুর্ঘটনাস্থল থেকে তারা বিমানের ধ্বংসাবশেষ ও মানবদেহের অংশবিশেষ উদ্ধার করেছে।

১৯৮৯ সালে প্রথম টারজান চরিত্রে অভিনয় করেন জো লারা। ছবিটির নাম ছিল ‘টারজান ইন ম্যানহাটান'।

পরে লারা অভিনীত টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চারস’ দেখানো হয় ১৯৯৬ থেকে ১৯৯৭ পর্যন্ত। এই সিরিজেই প্রথম টারজানকে সভ্য সমাজে নিয়ে আসা হয়।

লারার স্ত্রী গুইন সাম্বলিন লারা ডায়েট গুরু হিসেবে পরিচিত। ২০১৮ সালে তারা বিয়ে করেন।

এ বিভাগের আরো খবর