করোনাভাইরাস মহামারিতে ভারতের মানুষের পাশে কারা, তা নিয়ে এবার বিতর্কে জড়িয়েছে বিজেপি ও কংগ্রেস।
রোববার সেই বিতর্কে ঘি ঢেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
তিনি বলেন, তার দলের নেতা-কর্মীরা যখন মানুষের সেবা করছে, ত্রাণ বিলি করছে, তখন বিরোধী দলের নেতা-কর্মীরা কোয়ারেন্টিনে চলে গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সপ্তম বর্ষপূর্তিতে দলীয় কর্মীদের ভার্চুয়াল বার্তা দেন নাড্ডা।
তিনি বলেন, ‘দলের সব সংসদ সদস্য, মন্ত্রী ও বিধায়ক মানুষের সেবায় নিয়োজিত হবেন। অন্তত দুটি গ্রামে কোভিড বিধি মেনে তারা এ কাজ করবেন। মোদি সরকারের বর্ষপূর্তিতে এ কর্মসূচি নিয়েছে বিজেপি।’
তিনি বলেন, ‘মহামারিতে বিজেপি কর্মীরা মানুষের পাশে রয়েছে। কিন্তু বিরোধীরা কেবল ভার্চুয়াল সংবাদ সম্মেলনেই দৃশ্যমান।’
করোনা সংক্রমণের তীব্রতায় এ বছরও বিজেপি সরকারের বর্ষপূর্তি বড় করে উদযাপন হচ্ছে না। এ দিনটিকে বিজেপির পক্ষ থেকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
মূলত করোনা আবহে বিভিন্ন সময়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। এতে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বিজেপি। সে কারণে এ বছর সরকারের বর্ষপূর্তিতে করোনা নিয়েই বিরোধীদের আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
স্বভাবতই নাড্ডার নিশানায় ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুই দিন আগে সংবাদ সম্মেলনে মহামারির জন্য কেন্দ্রকে দায়ী করেন রাহুল। তারই পাল্টা নাড্ডার আক্রমণ।
বিজেপি সভাপতির দাবি, দলীয় কর্মীরা দেশের এক লাখ গ্রামে দুস্থদের সেবা দিচ্ছেন।
বিরোধীদের উদ্দেশে নাড্ডা বলেন, ‘তারা এখন কোভিডের টিকা নিয়ে চিৎকার জুড়েছেন। অথচ আগে তারাই টিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।’