বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিসেম্বরের মধ্যেই টিকা পাবে সব ভারতীয়: তথ্যমন্ত্রী জাভড়েকর

  •    
  • ২৮ মে, ২০২১ ১৭:৫৭

ভারতের তথ্যমন্ত্রী প্রকাশ জাভড়েকর  বলেন, ‘ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে ২১৬ কোটি ডোজ টিকা। তার ফলে ১০৮ কোটি মানুষ টিকা নিতে পারবে। সাফল্যের সঙ্গে প্রত্যেক নাগরিককে টিকা দেয়া হবে।’

চলতি বছরের শেষে সব ভারতীয় করোনাভাইরাসের টিকা পাবেন। শুক্রবার এমনটাই ঘোষণা করেছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

ওই দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভার্চুয়াল বৈঠকে সাংবাদিকদের বলেন, ‘করোনার প্রথম ধাক্কা কেউ বুঝতে পারেনি। তবে দ্বিতীয় ধাক্কার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়ী। তার স্টান্ট (চমক), দায়িত্ব পালনে ব্যর্থতা করোনার দ্বিতীয় ধাক্কার কারণ।’

কংগ্রেস নেতার মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ওই ঘোষণা দেন।

জাভড়েকর বলেন, ‘রাহুলজির যদি এতই চিন্তা, তাহলে তিনি কংগ্রেসশাসিত রাজ্যগুলোর দিকে মন দিক। ওই সব রাজ্যে টিকাকরণ সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না।’মোদি সরকারকে আক্রমণের একপর্যায়ে রাহুল বলেন, ‘১৩০ কোটি ভারতীয়র মাত্র ৩ শতাংশ এখন পর্যন্ত করোনার টিকা পেয়েছেন।’

সেই সমালোচনার জবাব দিয়ে জাভড়েকর বলেন, ‘কংগ্রেসশাসিত রাজ্যগুলো ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে টিকাকরণ সঠিকভাবে করছে না। দেশবাসীকে টিকা দেয়ার গতির নিরিখে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।’

শুক্রবার রাহুল গান্ধীর সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রকাশ জাভড়েকর।

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে ২১৬ কোটি ডোজ টিকা। তার ফলে ১০৮ কোটি মানুষ টিকা নিতে পারবে। সাফল্যের সঙ্গে প্রত্যেক নাগরিককে টিকা দেয়া হবে।’

বিরোধীদের কড়া জবাব দিতে মন্ত্রী আরও বলেন, ‘প্রথমে তো টিকার ওপর কংগ্রেসের বিশ্বাসই ছিল না। অনেকে একে বিজেপি টিকাও বলেছিল। আপনারাই করোনার টিকা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন।’

করোনার টিকা ও দ্বিতীয় ধাক্কার জন্য সরাসরি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অভিযোগ তোলেন রাহুল গান্ধী।

মোদিকে ‘ইভেন্ট ম্যানেজার’ বলে উল্লেখও করেন রাহুল। তার দাবি, কেন্দ্রীয় সরকারের টিকা নিয়ে কোনো পরিকল্পনা নেই।

রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী একজন ইভেন্ট ম্যানেজার। উনি একটা সময় একটা ইভেন্ট নিয়ে চিন্তাভাবনা করেন।’

এ বিভাগের আরো খবর