কর্মীদের কল্যাণে নজিরবিহীন পদক্ষেপ নিলো ভারতের জামশেদপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান টাটা স্টিল।
এক বিবৃতিতে জানানো হয়েছে, চলমান মহামারিতে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির কোনো কর্মী ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হলে এবং প্রাণ হারালে তার পরিবারের দায়িত্ব নেবে প্রতিষ্ঠানটি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দায়িত্বের অংশ হিসেবে কর্মীর মৃত্যু হলেও চুক্তিপত্রে উল্লেখিত অবসরের নির্ধারিত সময় পর্যন্ত মাসিক বেতন-ভাতা নিয়মিত তার পরিবারের হাতে তুলে দেবে টাটা।
টাটায় কর্মীদের অবসর গ্রহণের সাধারণ বয়সসীমা ৬০ বছর।
২৩ মে টুইটারে টাটা স্টিলের প্রকাশিত বিবৃতিতে করোনায় মৃত কর্মীর সন্তানদের স্নাতক সম্পন্ন হওয়া পর্যন্ত পড়াশোনার খরচ বহনেরও ঘোষণা দেয়া হয়।
একইসঙ্গে আবাসন সুবিধা, চিকিৎসা ভাতাও অব্যাহত থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে টাটার এ পদক্ষেপ।
মহামারি পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্য সেবা খাতে বিপর্যয়ের মধ্যে মেডিক্যাল অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সহযোগিতা চেয়েছে ভারত সরকার। এর মধ্যে অন্যতম টাটা স্টিল।
ভারতের ইস্পাত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ইস্পাত কারখানা থেকে এ পর্যন্ত চার হাজার ৪৩৫ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করা হয়েছে হাসপাতালগুলোতে।