বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫০ বছরে ভারতে ১১৭টি ঘূর্ণিঝড়, প্রাণহানি ৪০ হাজার

  •    
  • ২৭ মে, ২০২১ ২০:৫২

সমীক্ষায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে মৃত্যুর সংখ্যা গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে আবহাওয়ার পূর্বাভাস দেয়ার ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে।

ভারতে ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫০ বছরে প্রায় ১১৭টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। তবে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে মৃত্যুর হার গত দশ বছরে উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে।

বিপর্যয়কর আবহাওয়ার নিয়ে বিজ্ঞানীদের এক যৌথ সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় অংশ নিয়েছিলেন ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব এম রাজীভন, বিজ্ঞানী কমলজিৎ রায়, এস এস রায়, আর কে গিরি এবং এ পি ডিমরি। সমীক্ষা প্রস্তুতে নেতৃত্ব দিয়েছেন কমলজিৎ রায়।

সমীক্ষায় বলা হয়েছে, দেশে এই সময়ে মোট সাত হাজার ৬৩টি চরম প্রাকৃতিক বিপর্যয়ে এক লাখ ৪১ হাজার ৩০৮ জনের প্রাণহানি হয়েছে, এর মধ্যে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন ৪০ হাজার ৩৮৮ জন। এটি মোট প্রাণহানির প্রায় ২৮ শতাংশ।

অপরদিকে ৫০ বছরে বন্যায় প্রাণ হারিয়েছেন ৬৫ হাজার ১৩০ জন, যা মোট প্রাণহানির প্রায় ৪৬ শতাংশ।

এই মাসের শুরুতে পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় টাউকটের তাণ্ডব দেখা গিয়েছিল, যা গুজরাট উপকূলে আঘাত হানে। এর প্রভাবে বিভিন্ন রাজ্যে প্রায় ৫০ জন মারা যান।

বুধবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলসহ আরও গভীর অঞ্চলে ‘অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস’ আছড়ে পড়ে। এই দুটি ঘূর্ণিঝড়ের তথ্য সমীক্ষায় নেই।

সমীক্ষায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে মৃত্যুর সংখ্যা গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে আবহাওয়ার পূর্বাভাস দেয়ার ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে।

সমীক্ষায় আরও বলা হয়েছে, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ছয় সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে চারটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়টি ১৯৭১ সালের ৩০ শে অক্টোবর ভোরে ওড়িশা উপকূলে আঘাত হানে। ওই ঝড়ে দশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। গৃহহীন হয়েছিলেন আরও প্রায় দশ লাখ মানুষ।

সমীক্ষায় টাউকট এবং ইয়াসের কারণে প্রাণহানির কোনো তথ্য নেই।

এ বিভাগের আরো খবর