নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার নদীতে একটি যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ১৪০ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে।
নৌকাটি থেকে এক যাত্রীর মৃতদেহ পাওয়া গেছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজার প্রদেশের এনগাস্কি জেলা থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কেব্বি প্রদেশমুখী নৌকাটিতে ১৬০ জনের বেশি যাত্রী ছিল।
এনগাস্কি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা বুহারি ওয়ারা বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। এর ধারণক্ষমতা ছিল সর্বোচ্চ ৮০ জন। তবে ডুবে যাওয়ার সময় এতে যাত্রী ছিল ১৬০ জনের বেশি।
তিনি আরও জানান, নৌকাটিতে স্বর্ণের খনি থেকে সংগৃহীত বালুর বস্তাও ছিল। উদ্ধার অভিযান এখনও চলছে।
চলতি মাসের শুরুতে নাইজার নদীতে অতিরিক্ত যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩০ জন প্রাণ হারায়।
বর্ষার মৌসুমে নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে। ধারণক্ষমতার বেশি যাত্রী বহন ও নিম্নমানের নিরাপত্তা ব্যবস্থার কারণে এমন দুর্ঘটনার শিকার হন অনেক মানুষ।