বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের সাইক্লোনম্যান ওড়িশার মৃত্যুঞ্জয়

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ২৬ মে, ২০২১ ১৫:৫৭

সেই ছোট্টবেলা থেকেই মনে মনে তিনি মানুষের জীবন বাঁচানোর পণ করেন। ফাইলিন ঘূর্ণিঝড়ের গতিবেগ, গতিপথ নির্ভুল বলে দিয়ে প্রথম খবরে আসেন মৃত্যুঞ্জয়। এরপর ক্রমশ তিনি পরিচিতি পেতে শুরু করেন ভারতের সাইক্লোনম্যান হিসেবে।

কেবল ফাইলিন নয়; তিতলি, ফণী, আইলা, আম্পানের মতো ঘূর্ণিঝড়ের নির্ভুল গতিপথ, গতিবেগ বলে দিয়েছেন তিনি। তার দেয়া আগাম বার্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার সুযোগ পেয়েছে ঘূর্ণিঝড়কবলিত রাজ্য কর্তৃপক্ষগুলো। সময়মতো পৌঁছে গেছে ত্রাণসামগ্রী ও ওষুধ, বেঁচেছে বহু প্রাণ ও স্থাপনা। তিনি ওড়িশার মৃত্যুঞ্জয় মহাপাত্র, যিনি ভারতের সাইক্লোনম্যান নামে বেশি পরিচিত।

১৯৭১ সালে ঝড়ের কবলে পড়ে ওড়িশা। তখন মৃত্যুঞ্জয়ের বয়স মাত্র ছয় বছর। একটা শিশু ঘূর্ণিঝড়ের যে ভয়াবহ তাণ্ডব দেখেছে, নিজের চোখের সামনে তার গ্রাম ধ্বংস, স্বজনদের মৃত্যু, সেই সব দৃশ্য কোনো দিন ভুলতে পারেনি ছোট্ট মৃত্যুঞ্জয়।

সেই ছোট্টবেলা থেকেই মনে মনে তিনি মানুষের জীবন বাঁচানোর পণ করেন। ফাইলিন ঘূর্ণিঝড়ের গতিবেগ, গতিপথ নির্ভুল বলে দিয়ে প্রথম খবরে আসেন মৃত্যুঞ্জয়। এরপর ক্রমশ তিনি পরিচিতি পেতে শুরু করেন ভারতের সাইক্লোনম্যান হিসেবে।

মৃত্যুঞ্জয়ের কর্মজীবন শুরু হয় পুনের আবহাওয়া অফিসে। এরপর ওড়িশার বালাসরে ডিআরডিওতে কিছুকাল কাজ করেন তিনি। ২০০৮ সালে ভারতীয় আবহাওয়া বিজ্ঞানের আঞ্চলিক শাখার প্রধান হিসেবে নিযুক্ত হন মৃত্যুঞ্জয়। ২০১৯ সাল থেকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তরের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে কাজ করছেন তিনি।

১৯৯২ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে মৃত্যুঞ্জয় যখন পুনের আবহাওয়া দপ্তরে কাজ শুরু করেন, তখন সেখানে ভালো যন্ত্রপাতি ছিল না। তার হাত ধরেই হাওয়া অফিসে প্রথম আধুনিকতার ছোঁয়া লাগে।

তিনি ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল অর্গানাইজেশন বা ডব্লিউএমওর স্থায়ী সদস্য ছিলেন। ২০১৩ সাল পর্যন্ত তিনি এই সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন।

প্রবল গতিবেগ, বিপুল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াসের নির্ভুল পূর্বাভাস দিয়ে সাইক্লোনম্যান হিসেবে পরিচিত মৃত্যুঞ্জয় মহাপাত্র আবারও খবরের শিরোনাম হয়ে ওঠেন।

এ বিভাগের আরো খবর