ক্যামেরায় ধারণ করা ছবি দেখে মানসিক অবস্থা বোঝা যায় উইঘুর জনগোষ্ঠীর, এমন গণনজরদারি ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে চীন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই) ব্যবহার করা হচ্ছে।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, শিনজিয়াং প্রদেশের থানাগুলোতে অনুভূতি বুঝতে পারা ক্যামেরা বসানো হয়েছে।
তিনি বলেন, ‘চীন সরকার বিভিন্ন গবেষণার জন্য উইঘুরদের ব্যবহার করছে, ঠিক যেভাবে ল্যাবরেটরিতে ইঁদুরের ওপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।’
থানাগুলোতে ক্যামেরা বসানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা উইঘুর বন্দিদের থেকে তিন মিটার দূরে এই ক্যামেরাগুলো বসিয়েছি। এটা অনেকটা লাই ডিটেক্টর (মিথ্যা শনাক্ত করা) যন্ত্রের মতো, তবে তার চেয়েও বেশি উন্নত।’
তিনি আরও বলেন, ‘কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই উইঘুরদের বিচারের জন্য এই ক্যামেরাগুলো বসানো হয়েছে।’
চীনে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পরিচালক সোফি রি রিচার্ডসন বলেন, ‘এটি খুবই হতভম্ব করার মতো বিষয়। এটি মানুষকে শুধু নিছক কিছু ডাটায় পরিণত করছে। এই প্রযুক্তি এমন জনগোষ্ঠীর ওপর প্রয়োগ করা হচ্ছে, যারা এমনিতেই দমনমূলক পরিস্থিতে বাস করে।’
তিনি বলেন, ‘ব্যাপক চাপের মুখে উইঘুররা এমনিতেই নার্ভাস থাকে। নজরদারি প্রযুক্তিতে তাদের এই মানসিক অবস্থাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দিতে রাজি হয়নি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত চীনের দূতাবাস। তবে তাদের দাবি, চীনে সব জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক অধিকার সুরক্ষিত রয়েছে।
শিনজিয়াংয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠ উইঘুর জাতিগোষ্ঠীর অনেককে ক্যাম্পে বন্দি করে রেখেছে চীন। ক্যাম্পগুলোতে নির্যাতন, জোরপূর্বক কাজ করানো ও যৌন হেনস্তার অভিযোগ করেছেন উইঘুররা।
তবে নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। দেশটির দাবি, ক্যাম্পগুলো মূলত পুনঃশিক্ষা কেন্দ্র, যেগুলোকে সন্ত্রাসবাদ মোকাবিলার কাজে ব্যবহার করা হচ্ছে।