করোনাভাইরাসে আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার তাকে কলকাতার আলিপুরে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়েছে ।
এর আগে কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তার চিকিৎসা চলছিল। বুদ্ধদেবকন্যা সুচেতনা ভট্টাচার্য জানিয়েছিলেন গত দুই দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল।
স্বজনরা জানিয়েছেন, সোমবার তার শরীরে অক্সিজেনের মাত্রা ৯০-এর নিচে নেমে যায় । মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ।
চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেবের শরীরে বাইপ্যাপের সাহায্যে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা হচ্ছিল। তার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) রয়েছে। তাই অক্সিজেনের মাত্রা কমে গেলে চিকিৎসকরা আর বাড়িতে রাখার ঝুঁকি নেননি।
বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার স্ত্রী মীরা ভট্টাচার্য একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন । বুদ্ধদেবকে তার ইচ্ছা অনুযায়ী বাড়িতে রেখে চিকিৎসা করানো হলেও মীরা ভট্টাচার্যের চিকিৎসা চলছিল হাসপাতালে।
সোমবার করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মীরা ভট্টাচার্য। আগামী সাত দিন তাকে হোম আইসোলেশনে থাকতে হবে।
করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে লকডাউনের ফল মিলতে শুরু করেছে বলে মনে করছেন চিকিৎসকরা।
গত দুই দিনে দৈনিক সংক্রমণের সংখ্যা ১৮ হাজারের নিচে নেমেছে । রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ১৭ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৩ জন। এ পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫১৭ জনের।