বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরোপের আকাশে বেলারুশের বিমান ওড়ায় মানা

  •    
  • ২৫ মে, ২০২১ ১৫:৩৭

সাংবাদিক প্রোতাসেভিচকে নিয়ে বেলারুশ সরকারের কর্মকাণ্ডকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভিন্নমত ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর পূর্ব ইউরোপের দেশটির ‘লজ্জাজনক আক্রমণের’ও সমালোচনা করেন তিনি।

বিমানের দিক পরিবর্তন করিয়ে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় বেলারুশের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে ইউরোপের আকাশে বেলারুশের বিমান চলাচল বন্ধেরও সিদ্ধান্ত হয়েছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় সোমবার এক বৈঠকে ইইউভুক্ত দেশের নেতারা এসব সিদ্ধান্তে পৌঁছান বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈঠকে ইইউর ২৭টি দেশের বিমান বেলারুশের ওপর দিয়ে যাতে আর চলাচল না করে, সে বিষয়েও নেতারা সম্মত হয়েছেন।

বেলারুশের আকাশসীমা ব্যবহার না করে দিক পরিবর্তন করে এরই মধ্যে বিমান চলাচল শুরু করেছে ইউরোপের প্রধান কয়েকটি দেশের বিমান সংস্থা। রোববার বিমানে গ্রিস থেকে লিথুয়ানিয়ার দিকে যাচ্ছিলেন পোল্যান্ডে স্বেচ্ছা নির্বাসনে থাকা বেলারুশের সাংবাদিক ও অধিকারকর্মী ২৬ বছর বয়সী রোমান প্রোতাসেভিচ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর নির্দেশে জোর করে ওই বিমানকে বেলারুশের রাজধানী মিনস্কে অবতরণ করানো হয়।

বেলারুশের প্রেসিডেন্টের প্রেস সার্ভিস রোববার জানিয়েছিল, বোমা হুমকির কারণে সাংবাদিক প্রোতাসেভিচকে বহনকারী রায়ানএয়ার বিমানকে মিনস্ক বিমানবন্দরে নামতে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দেন লুকাশেঙ্কো।

অবশ্য বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি।

ওই ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে পশ্চিমা বিভিন্ন দেশ। তারা একে ‘বিমান ছিনতাই’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দেশটির ওপর আরও অবরোধের হুমকি দেয়া হয়।

বিরোধী মতের ওপর দমন-পীড়নের কারণে আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ বাজেয়াপ্তকরণসহ ইইউর আরও কয়েকটি অবরোধের মধ্যে ছিলেন বেলারুশের প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন কর্মকর্তা।

সাংবাদিক প্রোতাসেভিচকে নিয়ে বেলারুশ সরকারের কর্মকাণ্ড ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভিন্নমত ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর পূর্ব ইউরোপের দেশটির ‘লজ্জাজনক আক্রমণের’ও সমালোচনা করেন তিনি।

এদিকে সোমবার বেলারুশ কর্তৃপক্ষ প্রোতাসেভিচের একটি ভিডিও প্রকাশ করে। এতে প্রোতাসেভিচ বলেন, তিনি সুস্থ রয়েছেন। তার বিরুদ্ধে বেলারুশ সরকারের আনা বিভিন্ন অভিযোগও সে সময় স্বীকার করেন তিনি।

তবে ভিডিওটির সমালোচনা করেছেন বেলারুশের অধিকারকর্মীসহ দেশটির প্রধান বিরোধী দলের নেতা স্ভেতলানা তিখানভস্কায়া। তাদের ভাষ্য, চাপ প্রয়োগ করে প্রোতাসেভিচকে দিয়ে ওই সব কথা বলানো হয়েছে।

এদিকে ছেলের ওপর রাষ্ট্রীয় নিপীড়নে উদ্বেগ প্রকাশ করেছেন প্রোতাসেভিচের বাবা দিমিত্রি প্রোতাসেভিচ। সাংবাদিক ছেলের ওপর শারীরিক নির্যাতন হতে পারে বলেও শঙ্কায় রয়েছেন তিনি।

বেশ কয়েকটি অভিযোগ থাকা প্রোতাসেভিচ গত বছর দেশ ছেড়ে পোল্যান্ডে পালিয়ে যান। দোষী সাব্যস্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

গত বছরের আগস্টে বিতর্কিত নির্বাচনে জয়ী হন ৬৬ বছর বয়সী প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ১৯৯৪ সাল থেকে দেশটি শাসন করছেন তিনি।

সব ধরনের বিরোধী মতকে কঠোরভাবে দমন করে আসছেন লুকাশেঙ্কো। বিরোধী অনেক নেতা-কর্মীকে কারাগারে ঢুকিয়েছেন তিনি। অনেক ভিন্ন মতাবলম্বী দেশ ছেড়ে পালাতে বাধ্যও হয়েছেন।

এ বিভাগের আরো খবর