বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাপে পড়ে বক্তব্য প্রত্যাহার রামদেবের

  •    
  • ২৪ মে, ২০২১ ০৯:৪৬

রামদেব এক ব্যবহারকারীর পোস্টে রিটুইট করেন, ‘যোগব্যায়াম ও আয়ুর্বেদ আপনাকে একটা পুরো স্বাস্থ্যব্যবস্থা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান আপনাকে শুধু লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে পারে, যেখানে যোগ ও আয়ুর্বেদ আপনাকে একটি পদ্ধতিগত চিকিৎসা দিতে পারে।’

করোনাভাইরাস সংক্রমণে নাকাল ভারতে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হওয়ার পর তা প্রত্যাহার করেছেন ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তীব্র প্রতিবাদ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের চিঠির পর রোববার রামদেব মন্তব্যটি প্রত্যাহার করেন, যা তিনি জানান টুইট করে।

বাবা রামদেব আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে হেয় করে বলেন, করোনাকালে ভারতে চিকিৎসা না পেয়ে কিংবা অক্সিজেনের অভাবে যত মানুষের মৃত্যু হয়নি, তার চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন শুধু অ্যালোপ্যাথি ওষুধের কারণে।

টুইটে রামদেব লেখেন, ‘ড. হর্ষবর্ধন, আপনার চিঠি পেয়েছি। এই অবস্থায় এবং বিভিন্ন পদ্ধতির চিকিৎসার প্রতি শ্রদ্ধা রেখে এই পুরো বিতর্ক শেষ করতে আমি আমার মন্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুইটের মাত্র আট মিনিট পরই রামদেব এক ব্যবহারকারীর পোস্টে রিটুইট করেন, ‘যোগব্যায়াম ও আয়ুর্বেদ আপনাকে একটা পুরো স্বাস্ব্যব্যবস্থা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান আপনাকে শুধু লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে পারে, যেখানে যোগ ও আয়ুর্বেদ আপনাকে একটি পদ্ধতিগত চিকিৎসা দিতে পারে।’

বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবা রামদেবের রয়েছে কোটি কোটি অনুসারী। ছবি: এএফপি

বাবা রামদেবের বিতর্কিত মন্তব্যের পর তাকে হিন্দিতে লেখা দুই পৃষ্ঠার একটি চিঠি দেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেখানে তিনি লেখেন, ‘অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে আপনার মন্তব্যে দেশের মানুষ খুব আহত হয়েছেন। আমি এরই মধ্যে আপনাকে ফোনে সেই অনুভূতি সম্পর্কে বলেছি। আমাদের দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই সময় মানুষের কাছে অনেকটা ভগবানের সমান। তারা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছেন তা অসামান্য।

‘আপনি শুধু করোনাযোদ্ধাদের অপমানই করেননি, পাশাপাশি দেশের মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন। আপনি গতকাল বিষয়টি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন, তা অস্পষ্ট। আমি আশা করছি আপনি বিষয়টি নিয়ে আরও গভীরভাবে ভেবে আপনার পুরো বক্তব্য প্রত্যাহার করে বিবৃতি দেবেন।’

রামদেবের মন্তব্যে সবচেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে আইএমএ। দেশটির চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন থেকে রামদেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

সেই সঙ্গে যোগগুরু ও ভারতে আয়ুর্বেদ পণ্যের অন্যতম বড় ব্যবসায়ী রামদেবকে লিখিত ক্ষমা চাইতে বলে আইএমএ।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, করোনায় যখন দেশে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ মারা যাচ্ছে, তখন অ্যালোপ্যাথি চিকিৎসার সুনাম ক্ষুণ্নই শুধু নয়, আধুনিক বিজ্ঞানকে অবজ্ঞা করে অপমানও করা হচ্ছে।

ভারতে যোগসাধনা ও ওষুধের বিকল্প প্রাকৃতিক পণ্যের প্রচারকারী রামদেবের কোটি কোটি অনুসারী রয়েছে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।

গেরুয়া রঙের পোশাকে আয়ুর্বেদিক পণ্যের প্রচার চালানো ৫৫ বছর বয়সী রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি গ্রুপের পক্ষ থেকে অবশ্য রামদেবের বক্তব্যকে বিকৃত করার দাবি করা হয়েছে।

গ্রুপের দাবি, ‘ভিডিওটি এডিট করা এবং তার বক্তব্যের ছোট্ট একটি অংশ আলাদা করে প্রচার করা উদ্দেশ্যমূলক।’

অন্যদিকে সর্বভারতীয় চিকিৎসক সমিতি এফএআইএমএ রামদেবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়, ‘সস্তা খ্যাতি কুড়ানোর লক্ষ্যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন রামদেব।’

এর আগে মহামারি রোগ আইনে রামদেবের বিচার করতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানায় আইএমএ।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ‘রামদেবের বিজ্ঞাননির্ভর ওষুধকে খাটো করে দেখানো এবং মূর্খের মতো কথাবার্তা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।’

গত বছর মহামারির শুরুতেও বিতর্ক উসকে দিয়েছিলেন রামদেব। সে সময় ‘করোনাভাইরাসের প্রথম প্রমাণসাপেক্ষ ওষুধ’ উদ্ভাবনের দাবি করেছিলেন তিনি।

নিজেদের প্রতিষ্ঠানে উদ্ভাবিত করোনিল নামের ওষুধে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন আছে বলে দাবি করেছিলেন রামদেব। বিষয়টি নিয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু হওয়ায় রীতিমতো বিবৃতি দিয়ে ডব্লিউএইচও জানাতে বাধ্য হয় যে, করোনাভাইরাসের কোনো ভেষজ ওষুধ কার্যকর নয়। এ রকম ওষুধ প্রতিষ্ঠানটি অনুমোদন দেয়নি।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি চিকিৎসক। মোট প্রাণহানি তিন লাখ ছাড়িয়েছে।

এ বিভাগের আরো খবর