বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুত নবান্ন

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ২৩ মে, ২০২১ ২২:২০

‘ইয়াস’ মোকাবিলায় লালবাজারে পুলিশ কমিশনারের নেতৃত্বে ইউনিফাইড কমান্ড এজেন্সি নামে একটি টিম গঠন করা হয়েছে। এই দলে সেনা, এনডিআরএফ, বিএসএনএল এবং পূর্ত দপ্তর সিএসসিইর আধিকারিকরা থাকবেন বলে জানা গেছে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সোমবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটারবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার সন্ধ্যায় পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আছড়ে পড়ার সময় সমুদ্রে ২০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে ভারতের দিল্লির মৌসম ভবন।

রোববার দীঘা থেকে ৬৭০ কিলোমিটার দূরে ছিল ‘ইয়াস’।

বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার।

শনিবার টুইট করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের কবলে যে জেলাগুলো পড়তে পারে, সেগুলোর ডিএম, এসপি এবং কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিপর্যয় মোকাবিলা করতে বৈঠক করা হয়েছে। শনিবার থেকেই প্রশাসনিক স্তরে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।

তিনি জানান, সব কর্মকর্তাকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। উপকূল ও নদীতীরবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে আনা হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসনের কাজ দ্রুত করতে নির্দেশ দেয়া হয়েছে।

করোনা সংকটের মধ্যেও গতবারের আম্পানের শিক্ষা নিয়ে ‘ইয়াস’ মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সব রকম প্রস্তুতি নিয়েছে নবান্ন।

ইতিমধ্যে কলকাতার পুর কমিশনার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলা শাসকের যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন এবং গুরুত্বপূর্ণ ওষুধ মজুত রাখতে বলা হয়েছে।

‘ইয়াস’ মোকাবিলায় লালবাজারে পুলিশ কমিশনারের নেতৃত্বে ইউনিফাইড কমান্ড এজেন্সি নামে একটি টিম গঠন করা হয়েছে। এই দলে সেনা, এনডিআরএফ, বিএসএনএল এবং পূর্ত দপ্তর সিএসসিইর আধিকারিকরা থাকবেন বলে জানা গেছে।

দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে মৎস্য দপ্তর। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বাংলায় ৩২টি এনডিআরএফের দল মোতায়েন করা হয়েছে।

গতবারের আম্পানের সময় সারা রাত নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উপান্নের কন্ট্রোল রুমের নম্বর টুইট করে শনিবার তিনি জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় তৈরি রয়েছে কুইক রেসপন্স টিমও।

নবান্ন সূত্রের খবর ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বিভাগের আরো খবর