বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনা, নিহত ১২

  •    
  • ২৩ মে, ২০২১ ২০:১৭

ইতালির বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়, ক্যাবল কারটিতে ১৫ জন যাত্রী ছিল। করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে ফেলার পর ক্যাবল কারে যাত্রী চলাচল সম্প্রতি শুরু হয়।

ইতালির উত্তরাঞ্চলীয় স্ট্রেসা শহরে ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে দুই জন।

রোববার দুপুরে এ দুর্ঘটনা হয় বলে ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইতালির লেক মাজোরে সংলগ্ন বিখ্যাত শহর স্ট্রেসা থেকে দেশটির মোত্তারনে পাহাড়ের শীর্ষে পর্যটক ও স্থানীয়দের নিয়ে যায় স্ট্রেসা-মোত্তারনে ক্যাবল কার। পারাপারে সাধারণত ২০ মিনিটের মতো সময় লাগে।

মোত্তারনে পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উপরে অবস্থিত।

ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের মুখপাত্র ওয়াল্টার মিলান রেইলনিউজ২৪ টেলিভিশনকে বলেন, দুর্ঘনাটি খুব ভয়াবহ।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত দুইটি শিশুকে হেলিকপ্টারে করে ইতালির উত্তরাঞ্চলের তুরিন শহরের একটি শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

মিলান বলেন, দুপুরে দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীদের খবর দেয়া হয়। অনেক উপর থেকে ক্যাবল কারটি নিচে পড়েছে। নিচের বনে এখন সেটি দুমড়ানো-মোচরানো অবস্থায় পড়ে রয়েছে।

ইতালির বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়, ক্যাবল কারটিতে ১৫ জন যাত্রী ছিল। করোনাভাইরাসের বিধিনিষেধ তুলে ফেলার পর ক্যাবল কারে যাত্রী চলাচল সম্প্রতি শুরু হয়।

এ বিভাগের আরো খবর