সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে খতিবের দিকে তেড়ে যাওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুমার নামাজের খুতবা দেয়ার সময় মিম্বারে জোর করে ঢোকার চেষ্টা করেন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে আটক করে সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় হজ ও উমরাহর জন্য নির্ধারিত পোশাক ইহরাম পরা ছিলেন ওই যুবক। মারমুখী ভঙ্গিতে মিম্বারে প্রবেশে উদ্যত হন তিনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেছে হারামাইন শরিফ কর্তৃপক্ষ। ওই যুবকের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে পুলিশে সোপর্দ করার পর আইনি ব্যবস্থা নেয়া হয়।
গত মার্চে মসজিদুল হারামের ভেতর একটি নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠনের স্লোগান দেয়ার সময় আটক করা হয় এক যুবককে। তার সঙ্গে বেশ কিছু ধারালো অস্ত্রও ছিল।
এর আগে অক্টোবরে একই মসজিদের একটি প্রবেশপথে চলন্ত গাড়ি উঠিয়ে দেয়ার জন্য গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
মক্কা কর্তৃপক্ষ সে সময় জানায়, মানসিকভাবে সুস্থ ছিলেন না গাড়িটির চালক। তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেয়া হয়েছে।
মুসলমানদের কাছে পবিত্র নগরী হিসেবে খ্যাত মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। কাবা শরিফকে ঘিরে রাখা প্রায় ১৪০০ বছরের পুরোনো মসজিদটি একই সঙ্গে বিশ্বের অষ্টম বৃহৎ স্থাপনা।
স্বাভাবিক সময়ে প্রতিদিনে গড়ে প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ পড়েন কঠোর নিরাপত্তাবেষ্টিত মসজিদুল হারামে। গেল রমজান মাসের প্রথম ১০ দিনে মুসল্লির সংখ্যা ছিল ১৫ লাখের বেশি।