পাকিস্তানে ফিলিস্তিনিদের পক্ষে একটি মিছিলে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
দেশটির বেলুচিস্তান প্রদেশে শুক্রবার বিকেলে আয়োজিত মিছিলটির পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বেঁধে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। মিছিলটি শেষ হওয়ার কিছু সময় আগে এ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৭ জন।
সংবাদমাধ্যম আল-জাজিরা ও ডনের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
বেলুচিস্তানের চামান জেলা সদরের মুরগি বাজার নামক স্থানে ধর্মভিত্তিক আঞ্চলিক দল জামায়েত উলেমা-ই-ইসলাম-নাজারায়েতি (জেইউআই) আয়োজন করেছিল এ মিছিল।
প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানান, আহতদের ১০ জনকে চামানের সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদের পাঠানো হয় কোয়েটায়।
তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় জেইউআইয়ের শীর্ষ নেতা আবদুল কাদের লুনি ও কারি মেহেরুল্লাহ অক্ষত রয়েছেন।
বিস্ফোরণের ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলানি এমন হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
আফগানিস্তানের সীমান্তবর্তী চামান শহরে কমপক্ষে দেড় লাখ মানুষের বসবাস।
এদিকে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ধসে পড়া ভবনের নিচ থেকে শুক্রবার নয়টি মৃতদেহ বের করেছেন উদ্ধারকর্মীরা। এদের মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে।
এ নিয়ে ১০ মে থেকে শুরু হওয়া ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ২৪৩। এদের মধ্যে ৬৬টি শিশু রয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় নিহত হয় দুই শিশুসহ ১২ ইসরায়েলি।