ধর্ষণের মামলায় খালাস পেয়েছেন স্টিং অপারেশনের জন্য আলোচিত সাময়িকী তেহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপাল।
ভারতের গোয়ার একটি আদালত শুক্রবার তাকে খালাস দেয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, রাজ্যের ওই আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন তারা।
গোয়ার পাঁচ তারকা রিসোর্টে ২০১৩ সালে একটি কনফারেন্সের সময় লিফটে এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ ছিল তরুণ তেজপালের বিরুদ্ধে। ওই বছরই তাকে গ্রেপ্তার করা হয়।
বিচারিক আদালত ২০১৭ সালে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত করে তরুণকে। ওই রায়ের বিরুদ্ধে প্রথমে বোম্বে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে যান তিনি। সর্বোচ্চ আদালত গোয়ার আদালতকে বিচার চলমান রাখার আদেশ দেয়।
খালাসের রায়ের সময় গোয়ার মাপুসার আদালতে উপস্থিত ছিলেন ৫৮ বছর বয়সী তরুণ ও তার পরিবারের সদস্যরা।
তরুণের মেয়ে কারা তেজপাল বাবার পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান। এতে তিনি বলেন, তরুণের বিরুদ্ধে যৌন হেনস্তার ভুয়া অভিযোগ আনা হয়েছিল।
ধর্ষণের অভিযোগ ওঠার পর তেহেলকার সম্পাদক পদ ছেড়ে দিয়েছিলেন তেজপাল। তিনি গ্রেপ্তার হয়েছিল ২০১৩ সালের নভেম্বরে। তবে ২০১৪ সালের মে মাস থেকে তিনি জামিনে ছিলেন।
গোয়ার দ্রুত বিচার আদালতে পুলিশের দেয়া দুই হাজার ৬৮৪ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, তরুণের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে তরুণ বরারবই দাবি করে আসছিলেন, ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে স্পষ্ট, তিনি নির্দোষ।