করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতকে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফায় চিকিৎসা সহায়তা উপহারসামগ্রী পাঠিয়েছে।
মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশের পাঠানো চিকিৎসা সহায়তা উপহারসামগ্রী ভারতে এসে পৌঁছায়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তৈরি করা ১৮ প্রকারের অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, বিভিন্ন ধরনের ইনজেকশন, স্যানিটাইজার উপহার হিসেবে বাংলাদেশ সরকার ভারতে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য পাঠিয়েছে।
চারটি ট্রাকে ২৬০০ কার্টনে এই সামগ্রী মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে পৌঁছিয়েছে।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান এবং কাউন্সিলর রিয়াজুল ইসলাম উপহার গ্রহণ করে সীমান্তের পেট্রাপোল ভারতীয় রেডক্রস সোসাইটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।
এর আগে ৬ মে বাংলাদেশ সরকার চিকিৎসা সহায়তা উপহারসামগ্রী হিসেবে রেমডিসিভির ইনজেকশন ভারতকে প্রদান করে। ভবিষ্যতেও এই করোনা পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক বার্তায় করোনা সংক্রমণে মৃতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।