বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে তৈরি হবে জনসনের টিকা

  •    
  • ১৯ মে, ২০২১ ১৭:৩০

দক্ষিণ ভারতের হায়দরাবাদে অবস্থিত ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োলজিকাল-ই আগামী আগস্ট থেকে প্রতি মাসে সাড়ে ৭ কোটি থেকে ৮ কোটি ডোজ টিকা  তৈরির পরিকল্পনা করেছে।

জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা উৎপাদন হবে ভারতে।

তেলেঙ্গানার সংস্থা বায়োলজিকাল-ই লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে জনসন।

বিবৃতি দিয়ে মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, টিকা উৎপাদনের ক্ষেত্রে বায়োলজিকাল-ই লিমিটেডের সঙ্গে একযোগে কাজ করছে তারা।

দক্ষিণ ভারতের হায়দরাবাদে অবস্থিত ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োলজিকাল-ই আগামী আগস্ট থেকে প্রতি মাসে সাড়ে ৭ কোটি থেকে ৮ কোটি ডোজ টিকা তৈরির পরিকল্পনা করেছে।

এই টিকা মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের বেলর কলেজ অব মেডিসিন এবং ডায়নাভ্যাক্স টেকনোলজিস করপোরেশনের সঙ্গে মিলিতভাবে তৈরি করছে হায়দরাবাদের সংস্থাটি।

যুক্তরাষ্ট্র গত মার্চে বলেছিল, ২০২২ সালের মধ্যে কোভিড-১৯ টিকার কমপক্ষে ১০০ কোটি ডোজ উৎপাদন করার জন্য বায়োলজিকাল-ই সংস্থাকে আর্থিক সাহায্য করবে।

বায়োলজিকাল-ই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মহিমা দাতলা জানিয়েছেন, জনসন অ্যান্ড জনসনের টিকা এবং আমাদের নিজস্ব টিকার উৎপাদন হবে পৃথক পৃথক পরিকাঠামো ও প্ল্যান্টে।

জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন বৃদ্ধির জন্য দিনরাত কাজ করছে তারা।

ভারতে করোনা প্রতিষেধকের ট্রায়াল শুরুর জন্য এরই মধ্যে কেন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে জনসন।

গত এপ্রিলে জনসন প্রথম জানিয়েছিল, সিঙ্গল ডোজ প্রতিষেধকের ট্রায়াল শুরু করতে ভারত সরকারের সঙ্গে কথা বলেছে তারা।

কয়েক দিন আগে ভারতে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ড্যানিয়েল বি স্মিথ জানান, ভারতের পাশে দাঁড়ানোর জন্য এ দেশেই জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা তৈরি করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পাশাপাশি জনসন টিকা তৈরির জন্য সিরামসহ অন্য ওষুধ নির্মাতা সংস্থার সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছিলেন ড্যানিয়েল বি স্মিথ। জনসনের করোনা টিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ডে অনুমোদন পেয়েছে।

ভারতে এখন কোভিশিল্ড, কোভ্যাক্সিনের টিকা দেয়া হচ্ছে। দেশে পৌঁছেছে রাশিয়ার স্পুৎনিক ভি-ও। ভারতে ব্যাপক চাহিদা রয়েছে টিকার। তাই জনসন সেই চাহিদা পূরণ করতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এ বিভাগের আরো খবর