ঘূর্ণিঝড় তাউতের তাণ্ডবে ভারতের মুম্বাইয়ের উপকূলে ডুবে যাওয়া বার্জের ৯০ জনের বেশি কর্মী এখনও নিখোঁজ রয়েছেন।
দেশটির নৌবাহিনী জানিয়েছে, তারা ওই নৌযানের ২৭০ কর্মী ও ক্রুর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করেছে ১৭৭ জন। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে তারা।
সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া বার্জটির মালিক দেশটির ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন। এসময় বার্জে থাকা কর্মীরা উপকূলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে খনন কাজে নিয়োজিত ছিলেন। এসময় ঝড়ের আঘাতে বার্জটি ডুবে যায়।
শক্তিশালী ঘূর্ণিঝড় তাউতের তাণ্ডবের মূখে মুম্বাই উপকূলে আটকে পড়ে তিনটি বার্জ। এই তিনটি নৌযানে কমপক্ষে সাত শতাধিক মানুষ ছিল।
দেশটির নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে ২০ থেকে ২৫ ফুট উচ্চতার বিশাল ঢেউয়ের কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয়। এসময় উদ্ধার অভিযানে যোগ দেয় একাধিক উড়োজাহাজ।
ঘূর্ণিঝড় তাউতে
‘তাউতে’ নামটি মিয়ানমারের দেয়া। এর অর্থ হল অতি উচ্চ স্বরযুক্ত টিকটিকি।
চলতি মৌসুমে ভারতে এটিই প্রথম ঘূর্ণিঝড়। এর তীব্রতা গত বছরের সুপার সাইক্লোন আমফানের মতো হবে কিনা তা জানা যায়নি।
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি যাচাইয়ে শনিবার বিশেষ বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের উচ্চপদস্থ কর্মকর্তা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
রোববার পর্যন্ত অতি ভারী বৃষ্টি ও ধসের আশঙ্কা করা হচ্ছে কেরল, কর্নাটক ও গোয়ার একাধিক জেলায়। সৌরাষ্ট্র, কচ্ছসহ গুজরাটের একাধিক এলাকায় মঙ্গল বা বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।