বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিলিস্তিন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ: তুরস্কে পাকিস্তানের মন্ত্রী

  •    
  • ১৮ মে, ২০২১ ১৮:৩২

তিনি বলেন, ‘প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যাতে করে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিতে না পারেন। আমরা (পাকিস্তান ও তুরস্ক) অধিবেশনে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর জন্য অপেক্ষা করব। আমরা চাই তিনি সেখানে থাকুন।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন,গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান ও তুরস্কের কৌশল পরিষ্কার ও অভিন্ন।

তুরস্ক সফররত কুরেশি মঙ্গলবার এক বিবৃতিতে এসব মন্তব্য করেন বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ নির্দেশে সোমবার তুরস্কে যান কুরেশি। সেখানে ফিলিস্তিনের বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে তুরস্কের সঙ্গে কথা বলবেন তিনি।

বিবৃতিতে কুরেশি বলেন, ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক মহল চুপ থাকলে তা দুঃখজনক হবে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়ন বন্ধে ইউরোপীয় দেশগুলোতে বসবাসরত মুসলমান সম্প্রদায়কে উদ্যোগ নিতেও আহ্বান জানান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে অনবরত বোমাবর্ষণে সেখানকার বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহও হুমকির মুখে পড়েছে।’

তিনি বলেন, ‘পুরো বিষয় ইসরায়েল আরও জটিল করেছে। গাজা উপত্যকায় তাদের বোমা হামলার কারণে ফিলিস্তিনিরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

কুরেশি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তান ও তুরস্কের কৌশল পরিষ্কার। দুই দেশই আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে চায়, ইসরায়েলকে দ্রুতই গাজায় বিমান হামলা বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যাতে করে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অংশ নিতে না পারেন। আমরা (পাকিস্তান ও তুরস্ক) অধিবেশনে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর জন্য অপেক্ষা করব। আমরা চাই তিনি সেখানে থাকুন।’

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্ক সফর শেষে ফিলিস্তিন, তুরস্ক ও সুদানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন কুরেশি।

গাজায় ১০ মে থেকে শুরু হওয়া ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৬১ শিশুসহ অন্তত ২১২ ফিলিস্তিনি।

এ বিভাগের আরো খবর